টি-টেন ক্রিকেট লিগে আজ প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে আফিফ হোসেনের বাংলা টাইগার্স বনাম মোসাদ্দেক হোসেনের মারাঠা অ্যারাবিয়ান্স

টি টেন ক্রিকেট লিগের আজকের দিনের প্রথম ম্যাচে বাংলা টাইগার মুখোমুখি হবে মারাঠা অ্যারাবিয়ান্সের। দুই দলেই রয়েছে একাধিক বাংলাদেশি ক্রিকেটার। বাংলা টাইগার শ্রফ হয়ে খেলবেন আফিফ হোসেন ধ্রুব এবং মেহেদী হাসান। অন্যদিকে মারাঠা অ্যারাবিয়ান্সের অধিনায়কের দায়িত্ব পালন করবেন মোসাদ্দেক হোসেন সৈকত।





এছাড়াও এই দলের হয়ে খেলছেন মুক্তার আলী। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ৬:১৫ মিনিটে। দিনের দ্বিতীয় ম্যাচে কালান্দার্স মুখোমুখি হবে টিম আবু ধাবির। ম্যাচটি শুরু হবে রাত ৮:১৫ মিনিটে। এবং দিনের দ্বিতীয় ম্যাচে দিল্লী বুলস মুখোমুখি হবে নর্দার্ন ওয়ারিয়র্সের।

বাংলা টাইগার্স : ইসুরু উদানা, জনসন চার্লস, আন্দ্রে ফ্লেচার, টম মুরস, কায়েস আহমেদ, ডেভিড ভিজা, চিরাগ সুরি, মোহাম্মদ ইরফান, অ্যাডাম হোজ, করিম জানাত, আরিয়ান লাকরা, নূর আহমেদ, ফজল হক ফারুকী, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান ও মুজিব-উর-রহমান।

মারাঠা অ্যারাবিয়ান্স : শোয়েব মালিক, লরি ইভান্স, মোহাম্মদ হাফিজ, মোসাদ্দেক হোসেন সৈকত, তাসকিন আহমেদ, প্রভীন তাম্বে, ঈষান মালহোত্রা, সোমপাল কামি, মুক্তার আলি, আমজাদ গুল, আবদুল শাকুর, মারুফ মার্চেন্ট ও সৈয়দ শাহ।

টিম আবু ধাবি : ক্রিস গেইল, ক্রিস মরিস, লুক রাইট, নাভীন-উল-হক, অভিষকা ফার্নান্দো, উসমান শিনওয়ারি, ওবেদ ম্যাকয়, হেইডেন ওয়ালশ, নাজিবুল্লাহ জাদরান, বেন কক্স, রোহান মুস্তাফা, কার্তিক মেইয়াপ্পান, লিওনার্দো জুলিয়েন, কুশাল মল্লা ও অ্যালেক্স হেলস।

কালান্দার্স : শহীদ আফ্রিদি, টম ব্যান্টন, ক্রিস জর্ডান, স্যামিত প্যাটেল, ফিল সল্ট, সোহেল তানভীর, আসিফ আলি, হাসান আলি, সোহেল আখতার, শারজিল খান, সুলতান আহমেদ, ফায়াজ আহমেদ, আজমতউল্লাহ উমারজাই, মাজ খান, বেন ডাঙ্ক ও খুরশিদ আনোয়ার।

দিল্লী বুলস : ডোয়েইন ব্রাভো, এলভিন লুইস, দাসুন শানাকা, অ্যাডাম লিথম শারফান রাদারফোর্ড, মোহাম্মদ নবী, আলি খান, দুশমান্থা চামীরা, রহমানউল্লাহ গুরবাজ, ফিডেল এডওয়ার্ডস, শীরাজ আহমেদ, কাশিদ দাউড, ওয়াকার শালমাখীল, নাঈম ইয়ং ও আমাদ বাট।





নর্দার্ন ওয়ারিয়র্স : আন্দ্রে রাসেল, রোভম্যান পাওয়েল, নিকোলাস পুরান, ফ্যাবিয়েন অ্যালেন, লেন্ডল সিমন্স, ওয়াহাব রিয়াজ, রায়াদ এমরিট, নুয়ান প্রদীপ, আমির ইয়ামিন, ব্র্যান্ডন কিং, জুনায়েদ সিদ্দিক, ওয়াহেদ আহমেদ, মহেষ তীকসানা ও অ্যান্স ট্যান্ডন।