বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান নির্বাচক প্যানেল যুক্ত হয়েছেন বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের সাবেক স্পিন বোলার আব্দুর রাজ্জাক। একসময় মাশরাফি বিন মুর্তজার সাথে মাঠ কাঁপিয়েছেন তিনি। প্রিয় বন্ধুকে বাংলাদেশ দলের নির্বাচকের দায়িত্ব দেখতে পেয়ে দারুণ খুশি হয়েছেন মাশরাফি বিন মুর্তজা। সেইসাথে বন্ধুকে শুভ কামনা জানিয়েছেন তিনি।
আজ (শুক্রবার ২৯ জানুয়ারি) সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে মাশরাফি তাঁর ভেরিফাই পেজে একটি পোষ্ট দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, “খান আবদুর রাজ্জাক (রাজ),
বন্ধু একটু দেরি হয়ে গেল শুভ কামনা জানাতে।হয়তো আমার মতো অনেক মানুষ তোর এই অর্জনে খুশি হয়েছে তবে আমার যে জায়গাটায় সবচেয়ে বেশি আনন্দ হচ্ছে সেটা হলো তুই ক্রিকেট কতো গভীরে বুঝিস তা দেখানোর সুযোগ তুই এবার পেয়েছিস।
জানি তুই তোর সেরাটাই দিবি,এবং সফলও হবি ইনশাআল্লাহ।এতদিন বা হাতের ভেলকি দেখেছে সবাই এবার দেখবে তোর মস্তিস্কর,যা নিয়ে কোনদিনও আমার সংসয় ছিলোনা।
অনেক সংকটে তোর সাথে কথা বলেছি বলেই বলছি তুই বিজয়ী হবি ইনশাআল্লাহ।ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানাই মানুষটাকে যথাযথ সম্মান প্রর্দশনের জন্য।
ভালোবাসা অবিরাম বন্ধু”
জাতীয় দলের হয়ে ১৫৩টি ওয়ানডে খেলে ২০৭ উইকেট নিয়েছেন আব্দুর রাজ্জাক।এছাড়াও ৩৪ টি টি-টোয়েন্টি ৪৪ উইকেট ও ১৩ টেস্টে ২৮ উইকেট আছে তাঁর সাফল্যের ঝুড়িতে। এছাড়াও প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে অবসরে যাননি এ বাঁহাতি স্পিনার। প্রথম শ্রেণির ক্রিকেটে উইকেট সংখ্যায় রয়েছেন চূড়ায় ৬৩৪টি