টি টেন ক্রিকেট লিগের প্রথম ম্যাচে বল হাতে জ্বলে উঠলেন অধিনায়ক নাসির হোসেন।

টি টেন ক্রিকেট লিগের আজকের দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে নাসির হোসেনের দল পুনে ডেভিলস বনাম ডেকান গ্ল্যাডিয়েটরস। দিনের দ্বিতীয় ম্যাচে পুনের ছেড়ে বিপক্ষে টসে হেরে ব্যাট করতে নেমে ১০৪ রান সংগ্রহ করেছে ডেকান গ্ল্যাডিয়েটরস। টসে হেরে বোলিং করতে নেমে শুরুতেই দুর্দান্ত করেন অধিনায়ক নাসির হোসেন।

ইনিংসের দ্বিতীয় ওভারে তুলে নেন দুটি উইকেট। দুই ওপেনার ব্যাটসম্যান মোহাম্মদ শেহজাদ এবং সুনীল নারায়ন-এর উইকেট তুলে নেন নাসির হোসেন। ১ রান করেন সুনিল নারায়ণ এবং ৮ রান করেন মোহাম্মদ শেহজাদ।

দলীয় ১৫ রানের মাথায় ২ রান করা অধিনায়ক কিরন পোলার্ডের উইকেট তুলে নেন মুনিস আনসারি। দাদন খেলতে থাকা প্রশান্ত গুপ্তকে দলীয় ৫৬ রানের মাথায় আউট করেন নাসির হোসেন। এছাড়াও ক্যামেরন ডেলপোর্ট ২৫ রান এবং আজম খান করেন ৩৭ রান। ২ ওভারে ১৮ রানের বিনিময়ে দুটি উইকেট লাভ করেন নাসির হোসেন।

ডেকান গ্ল্যাডিয়েটরস : সুনীল নারাইন, কলিন ইনগ্রাম, কিরন পোলার্ড, ওয়ানিন্দু হাসারাঙা, লাহিরু কুমারা, আজম খান, রবি রামপল, ভানুকা রাজাপাকসে, মোহাম্মদ শাহজাদ, প্রশান্ত গুপ্ত, জাহুর খান, হাফিজ উর রহমান, জিশান জামির, হামদান তাহির, ইমরান তাহির ও ইমতিয়াজ আহমেদ।





পুনে ডেভিলস : থিসারা পেরেরা, মোহাম্মদ আমির, হার্ডাস ভিলোয়েন, স্যাম বিলিংস, চামারা কাপুগেদারা, অজান্তা মেন্ডিস, ডেভন থমাস, দারভিশ রাসুলি, নাসির হোসেন, কেনার লুইস, আসিফ খান, মোহাম্মদ বুটা, দীনেশ কুমার, ভৃত্য অরভিন্দ, করন কেসি ও মুনিস আনসারি।