আবুধাবি টি-টেন লীগে পুনে ডেভিলসের অধিনায়কত্ব করবেন অলরাউন্ডার নাসির হোসেন।

আজ থেকে আবুধাবিতে শুরু হচ্ছে ক্রিকেট বিশ্বের সবচেয়ে ছোট টুনামেন্ট টি টেন ক্রিকেট লিগ। এই লীগে বাংলাদেশ থেকে খেলবেন ৫ জন ক্রিকেটার। তাদের মধ্য থেকে বাংলা টাইগার্সের সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন জাতীয় দলের তরুণ অলরাউন্ডার আফিফ হোসেন।

তবে এবার টি টেন ক্রিকেট লীগে অধিনায়কের দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ জাতীয় দলের আরেক অলরাউন্ডার নাসির হোসেন। টি টেন ক্রিকেট লিগের এবারের আসরে পুনে ডেভিলসের হয়ে খেলবেন জাতীয় দলের এই অলরাউন্ডার। এই দলের অধিনায়কের দায়িত্ব পালন করবেন তিনি।

নাসির হোসেন ছাড়াও বাংলাদেশ থেকে এই দলে বাংলাদেশের আরেক ক্রিকেটার মনির হোসেন। আজকের দিনের দ্বিতীয় ম্যাচে ডেকেন গ্ল্যাডিয়েটর্সের মুখোমুখি হবে নাসির হোসেনের পুনে ডেভিলস। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮:১৫ মিনিটে। সরাসরি দেখা যাবে টি স্পোর্টস চ্যানেলে।





পুনে ডেভিলস : থিসারা পেরেরা, মোহাম্মদ আমির, হার্ডাস ভিলোয়েন, স্যাম বিলিংস, চামারা কাপুগেদারা, অজান্তা মেন্ডিস, ডেভন থমাস, দারভিশ রাসুলি, নাসির হোসেন, কেনার লুইস, আসিফ খান, মোহাম্মদ বুটা, দীনেশ কুমার, ভৃত্য অরভিন্দ, করন কেসি ও মুনিস আনসারি।