দল নির্বাচনের ক্ষেত্রে বা কারও সম্পর্কে মতামত দেওয়ার ক্ষেত্রে আমি সর্বোচ্চ সততার সঙ্গে আমার মতামতটা দেওয়ার চেষ্টা করবো : আব্দুর রাজ্জাক

বাংলাদেশ জাতীয় দলের হয়ে কাজ করার জন্য সুযোগ পেয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক স্পিনার আব্দুর রাজ্জাক। বাংলাদেশ ক্রিকেট দলের নির্বাচকের দায়িত্ব দেখা যাবে এই স্পেন কিংবদন্তিকে। ২০ বছর ধরে প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলছেন রাজ্জাক।

তিন ফরম্যাট মিলিয়ে জাতীয় দলে খেলেছেন দুইশ ম্যাচ। বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সর্বপ্রথম ওয়ানডেতে দুইশ উইকেট পেয়েছেন তিনিই। এছাড়া প্রথম শ্রেণির ক্রিকেটে উইকেট সংখ্যায় এখনও তিনি ধরা ছোঁয়ার বাইরে। ৬৩৪ উইকেট নিয়ে রয়েছেন চূড়ায়।

বুধবার বিসিবির সভায় আব্দুর রাজ্জাককে নির্বাচন কমিটি নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়। বাংলাদেশ ক্রিকেট দলের নির্বাচকের দায়িত্ব পাওয়ার পর নিজের সততার সাথে কাজ করবেন বলে জানিয়েছেন। দেশের একটি সংবাদমাধ্যম রাইজিংবিডিকে দেওয়া সাক্ষাৎকারে আব্দুর রাজ্জাক বলেন,

“এটা অবশ্যই ভালো লাগার মতো একটি খবর। নিশ্চয়ই আমারও খুব ভালো লাগছে। দেশের জন্য নতুন করে কাজ করার যে সুযোটা এসেছে এটা অবশ্যই আমার জন্য বড় একটা প্রাপ্তি।’

নির্বাচক পদে দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গে তার খেলোয়াড়ি জীবন শেষ হয়ে যাওয়ার কথা। তবে এখনও আনুষ্ঠানিকভাবে খেলোয়াড় হিসেবে অবসরের বিষয়ে কিছু ভাবতে পারছেন না রাজ্জাক, ‘বোর্ডের সঙ্গে এখনও আমার আনুষ্ঠানিক কথা হয়নি। সামনেই সেই সুযোগটি আসবে। আমরা বসে একটা সিদ্ধান্ত নেবো।’





তবে তার কাজ করার ধরন কেমন হতে পারে সে সম্পর্কে ধারণা দিয়েছেন তিনি, ‘দল নির্বাচনের ক্ষেত্রে বা কারও সম্পর্কে মতামত দেওয়ার ক্ষেত্রে আমি সর্বোচ্চ সততার সঙ্গে আমার মতামতটা দেওয়ার চেষ্টা করবো। নিঃসন্দেহে এটা খুব চ্যালেঞ্জিং একটা কাজ হবে আমার জন্য। দেশকে আরও কিছু দেওয়ার সুযোগ হয়েছে আমার। সেই দায়িত্বটাই আমি পালন করার চেষ্টা করবো। যাতে করে বাংলাদেশ ক্রিকেট উপকৃত হতে পারে।”