ক্যারিয়ার সেরা বোলিং র্র্যাংকিংয়ে মেহেদী হাসান মিরাজ।জসপ্রিত বুমরাহর পরই অবস্থান করছেন তিনি

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে দুর্দান্ত বোলিংয়ে দারুন পুরস্কার পেলেন স্পিনার মেহেদী হাসান মিরাজ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩ ওয়ানডেতে ২.৭০ ইকনোমি রেটে ৭ উইকেট নিয়ে ৪ নম্বরে উঠে এসেছেন তিনি। যার সুবাদে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) বোলারদের র‍্যাঙ্কিংয়ে ৪ নম্বরে উঠে এসেছেন তিনি।

এবারই প্রথম বোলারদের তালিকায় সেরা দশে জায়গা করে নিয়েছেন এই অফ স্পিনিং অলরাউন্ডার। ৬৯৪ রেটিং পয়েন্ট নিয়ে জসপ্রিত বুমরাহর পরই অবস্থান করছেন ২৩ বছর বয়সি এই ক্রিকেটার। ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরুর আগে ১৩তম স্থানে ছিলেন মিরাজ।

ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে বোলারদের তালিকায় সেরা দশে মিরাজ সঙ্গী হিসেবে পেয়েছেন মুস্তাফিজুর রহমানকে। বাঁহাতি এই পেসার ১১ ধাপ এগিয়ে আছেন ৮ নম্বরে। জশ হ্যাজেলউডের চেয়ে ২ পয়েন্ট কম নিয়ে তাঁর রেটিং পয়েন্ট ৬৫৮।

ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা সাকিব আল হাসান বোলারদের র‍্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন। ১৫ ধাপ এগিয়ে ১৩ নম্বরে আছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। তাঁর রেটিং পয়েন্ট ৬২৯।





আইসিসি ওয়ানডে বোলিং র্র্যাংকিং
১. ট্রেন্ট বোল্ট (নিউজিল্যান্ড)- ৭২২ রেটিং
২. মুজিব উর রহমান (আফগানিস্তান) – ৭০৮ রেটিং
৩. জাসপ্রিত বুমরাহ (ভারত) – ৭০০ রেটিং
৪. মেহেদি হাসান মিরাজ (বাংলাদেশ) – ৬৯৪ রেটিং
৫. ক্রিস ওকস (ইংল্যান্ড) – ৬৭৫ রেটিং
৬. কাগিসো রাবাদা (দক্ষিণ আফ্রিকা) – ৬৬৫ রেটিং
৭. জশ হ্যাজলউড (অস্ট্রেলিয়া) – ৬৬০ রেটিং
৮. মোস্তাফিজুর রহমান (বাংলাদেশ) – ৬৫৮ রেটিং
৯. মোহাম্মদ আমির (পাকিস্তান) – ৬৪৭ রেটিং
১০. প্যাট কামিনস (অস্ট্রেলিয়া) – ৬৪৬ রেটিং