ক্যারিবিয়ানদের বিরুদ্ধে টেস্ট সিরিজটা চ্যালেঞ্জিং হবে : তামিম ইকবাল

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের পর ২ ম্যাচের টেস্ট সিরিজে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। টেস্টে বাংলাদেশের অবস্থানও খুব সুবিধার নয়। সর্বশেষ ম্যাচে জিম্বাবুয়েকে হারিয়েছিল মুমিনুল হকের দল। কিন্তু এর আগে টানা ছয় টেস্টে ইনিংস ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৬ টেস্টে ৪টি জয় আছে টাইগারদের। ১০টি জয় উইন্ডিজদের, বাকি দুটি ড্র।

তবে বর্তমান সময়ে দুর্দান্ত ফর্মে রয়েছে টাইগাররা। ওয়ানডে সিরিজে একতরফা জয় তুলে নিয়েছে তারা। ৩ ফেব্রুয়ারি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ১১ ফেব্রুয়ারি মাঠে গড়াবে দ্বিতীয় টেস্ট।

গত সোমবার তৃতীয় ওয়ানডে শেষে তামিম সতীর্থদের সতর্ক করে বলেছেন, ওয়ানডের মতো সহজ হবে না টেস্ট সিরিজ। এ ফরম্যাটে জমাট লড়াই আশা করছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। তার মতে, হোম কন্ডিশনে খেললেও ক্যারিবিয়ানদের বিরুদ্ধে সিরিজটা চ্যালেঞ্জিং হবে টাইগারদের জন্য।

কারণ ওয়ানডের তুলনায় উইন্ডিজদের টেস্ট দল বেশ শক্তিশালী। বিশেষ করে পেস আক্রমণটা দুর্দান্ত। মূল দলের পেসার কেমার রোচ, শ্যানন গ্যাব্রিয়েলের সঙ্গে আছেন আলজারি জোসেফ। দীর্ঘদেহী অলরাউন্ডার রাহকিম কর্নওয়াল, ২০১২ সালে বাংলাদেশে খেলে যাওয়া বাঁহাতি স্পিনার বীরাস্যামি পারমল রয়েছেন দলে। ঢাকায় আসার পর থেকে অনুশীলনে আছেন তারা।

কন্ডিশনে বেশ মানিয়ে নিয়েছেন বললে ভুল হবে না। ব্যাটিংয়ে অধিনায়ক ক্রেইগ ব্রেথওয়েট, জার্মেইন ব্ল্যাকউড, জন ক্যাম্পবেলরা আছেন। সবমিলিয়ে টেস্টের লড়াই জমে যাওয়ার সম্ভাবনা প্রবল।





ক্যারিবিয়ানদের বিরুদ্ধে টেস্ট সিরিজ নিয়ে গত সোমবার তামিম বলেছেন, ‘টেস্ট ভিন্ন বলের খেলা। ওদের বোলিং আক্রমণ আলাদা। সেখানে ২-৩ জন দারুণ বোলার আছে। তাই অবশ্যই চ্যালেঞ্জিং হবে। আমরা এতদিন ধরে প্রস্তুতি নিচ্ছি সঙ্গে আমাদের হাতে এখনো ৬-৭ দিন আছে তার আগে আমরা প্রস্তুত।’