যে কারণে তাসকিন আহমেদ কে টি-টোয়েন্টি ক্রিকেট লিগে খেলতে ছাড়পত্র দেয়নি বিসিবি

আগামী ২৮ জানুয়ারি থেকে দুবাইয়ের শেখ আবু জায়েদ স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে টি টেন ক্রিকেট লিগ। বাংলাদেশ থেকে এই লিগের দল পেয়েছেন ৬ জন ক্রিকেটার। তারা হলেন তাসকিন আহমেদ, মোসাদ্দেক হোসেন, মুক্তার আলি, মেহেদি হাসান, আফিফ হোসেন আর নাসির হোসেন।

তাসকিন আহমেদ বাদে এই টুর্নামেন্টে খেলতে ইতিমধ্যেই আবুধাবি পৌঁছেছে ৫ জন ক্রিকেটার। টি টেন ক্রিকেট লিগে খেলতে তাসকিন আহমেদ কে ছাড়পত্র দেয়নি বিসিবি। জাতীয় দলের এই গতিতারকাকে কিনেছিল মারাঠা অ্যারাবিয়ান্স।

তাকে টি-টেন লিগে খেলতে যাওয়ার ছাড়পত্র দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মূলত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজের জন্য তাকে ছাড়পত্র দেয়নি বিসিবি।ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের চূড়ান্ত স্কোয়াড দেখা যেতে পারে তাসকিনকে।

টি-টেন লিগে বাংলা টাইগার্স দলের হয়ে খেলবেন আফিফ-মেহেদি। এ দলটির আবার আইকন ক্রিকেটারও আফিফ। মারাঠা অ্যারাবিয়ান্সে আছেন দুই ক্রিকেটার মোসাদ্দেক আর মুক্তার। নাসির খেলবেন পুনে ডেভিলসের হয়ে।





এই টুর্নামেন্টে দেখা যাবে ক্রিস গেইল, শোয়েব মালিক, মোহাম্মদ আমির, শহীদ আফ্রিদি, সুনিল নারিন, কাইরন পোলার্ড, ইমরান তাহির, মোহাম্মদ নবি, আন্দ্রে রাসেল, নিকোলাস পুরান, ওয়াহাব রিয়াজের মতো টি-টোয়েন্টির সুপারস্টারদের।