বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব-আল-হাসান। বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা ক্রিকেটার আজ দেশের মাটিতে করেছেন বিশ্ব রেকর্ড। বিশ্বের একমাত্র অলরাউন্ডার হিসেবে দেশের মাটিতে ৬ হাজার রান এবং ৩০০ উইকেটে বিরল এক রেকর্ড গড়েছেন তিনি।
সাকিব আল হাসানের আগে আর কোন ক্রিকেটার ৬ হাজার রান এবং ৩০০ উইকেটের মাইলফলক স্পর্শ করতে পারেনি। আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রামে শেষ ওয়ানডে ম্যাচে ব্যাট হাতে ৫১ রান করেছেন সাকিব। যার মধ্যে প্রথম চার রান করে এই মাইলফলক স্পর্শ করেছেন তিনি।
বাংলাদেশের হয়ে এর আগে দেশের মাটিতে ৬ রান করেছেন মুশফিকুর রহিম এবং তামিম ইকবাল। তবে বিশ্ব ক্রিকেটে ৬ হাজার রান এবং ৩০০ উইকেট নেওয়া অলরাউন্ডার আর নেই। নির্দিষ্ট একটি দেশে সাকিব ছাড়া আর কোনো ক্রিকেটারের ন্যূনতম ৫০০০ রান ও ৩০০ উইকেট নেওয়ার নজির নেই।
এই তালিকায় দ্বিতীয় কিংবদন্তি অলরাউন্ডার কপিল দেব। ভারতের মাটিতে ৩১৯ উইকেট ও ৪১৫৮ রান করেছেন ভারতের এই বিশ্বকাপজয়ী অধিনায়ক। এছাড়াও দক্ষিণ আফ্রিকার মাটিতে তিন সংস্করণ মিলিয়ে ৩৫৫৬ রান এবং ৪৪৫ সংগ্রহ করেছেন শন পোলক। পোলক থেকে এ তালিকায় অনেকেই সাকিবের চেয়ে উইকেটসংখ্যায় এগিয়ে। কিন্তু রানের দৌড়ে এগিয়ে থাকায় নির্দিষ্ট এই তালিকার শীর্ষে উঠেছেন সাকিব।