বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট ইতিহাসে মাশরাফিকে পেছনে ফেলে সর্বোচ্চ উইকেটের রেকর্ড করতে যাচ্ছেন সাকিব আল হাসান

এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে মধ্য দিয়ে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। মাঠে ফিরেই দুর্দান্ত পারফরম্যান্স করেছেন সাকিব আল হাসান। বল হাতে প্রথম ম্যাচেই নিয়েছিলেন ৪ উইকেট। এরপর দ্বিতীয় ম্যাচেও নিয়েছেন ২ উইকেট।

এই ৬ উইকেট নিয়ে সাকিব আল হাসানের সংগ্রহ দাঁড়িয়েছে ২৬৬ উইকেট। এবার বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের সামনে দারুণ রেকর্ড হাতছানি দিচ্ছে। আর মাত্র ৪টি উইকেট হলেই বাংলাদেশী বোলার হিসেবে ওয়ানডেতে সর্বোচ্চ উইকেটের মালিক হয়ে যাবেন তিনি।

২৬৯ উইকেট নিয়ে বাংলাদেশী বোলারদের মধ্যে ওয়ানডেতে সর্বোচ্চ উইকেট শিকারী হলেন সদ্য ওয়ানডে নেতৃত্ব ছাড়া মাশরাফি বিন মর্তুজা। ২১৮টি ম্যাচ খেলেছেন মাশরাফি। নেতৃত্ব ছাড়লেও ওয়ানডেকে এখনও বিদায় জানাননি তিনি। যদিও তরুণদের সুযোগ দেয়ার কথা বলে মাশরাফিকে আর বিবেচনায় আনা হচ্ছে না।

যে কারণে, বোঝাই যাচ্ছে- মাশরাফির আন্তর্জাতিক ক্রিকেটের অভিযান শেষই হয়ে গেলো। সুতরাং, সাকিবই এখন রেকর্ড গড়ার পর শুধুই নিজেকে ছাড়িয়ে যাবেন একের পর এক। চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যদি ৩টি উইকেট নিতে পারেন তাহলে ছুঁয়ে ফেলবেন কিংবদন্তি মাশরাফিকে। চার উইকেট নিলে ছাড়িয়ে যাবেন তাকে।





সাকিবের পর উইকেট নেয়ার তালিকায় আছেন ২০৭টি আবদুর রাজ্জাকের। বর্তমান স্কোয়াডের রুবেল হোসেন ১০১ ম্যাচে নিয়েছেন ১২৬ উইকেট এবং মোস্তাফিজুর রহমান ৬০ ম্যাচে নিয়েছেন ১১৩ উইকেট।