ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজে ইতিমধ্যেই দুই ম্যাচে জয়লাভ করে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ দল। দীর্ঘ ১০ মাসের অপেক্ষার পর বাংলাদেশের বিপক্ষে তিনটি ওয়ানডে এবং দুটি টেস্ট ম্যাচ খেলতে এসেছে ওয়েস্ট ইন্ডিজ জাতীয় ক্রিকেট দল।
ইতিমধ্যে সিরিজের প্রথম দুই ম্যাচে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জয় লাভ করেছে বাংলাদেশ। এখন ওয়েস্ট ইন্ডিজ দাঁড়িয়ে রয়েছে হোয়াইটওয়াশের সামনে। চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ ওয়ানডে ম্যাচে জয়লাভ করতে পারলে বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট ইতিহাসে ১৩ তম হোয়াইট ওয়াশ করবে টাইগাররা।
২০০৫/০৬ মৌসুমে বাংলাদেশে সর্বপ্রথম হোয়াইটওয়াশ করে কেনিয়াকে। ঘরের মাঠে চার ম্যাচের ওয়ানডে সিরিজে কেনিয়াকে ৪-০ ব্যবধানে সিরিজ পরাজিত করে বাংলাদেশ। এছাড়াও বাংলাদেশ জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ এবং নিউজিল্যান্ডকে একাধিক সিরিজে হোয়াইট ওয়াশ করেছে।
২০১৫ সালে ঘরের মাঠে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। সর্বশেষ গত মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে সিরিজেও হোয়াইটওয়াশ করেছিল টাইগাররা। ওয়েস্ট ইন্ডিজকে শেষ ম্যাচে হারাতে পারলে ব্যাক-টু-ব্যাক দুটি দেশকে হোয়াইটওয়াশ করবে বাংলাদেশ।