বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বোলিং কোচের দায়িত্ব হারাচ্ছেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরি। ২০১৯ সালের জুলাইয়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পিন বোলিং কোচের দায়িত্ব পান ভেট্টোরি। দায়িত্ব পাওয়ার পর এখনো পর্যন্ত তেমন ভাল কিছু করে দেখাতে পারেননি তিনি।
নিউজিল্যান্ডের সাবেক এই অধিনায়কের সাথে চুক্তির ধরন ছিল একটু ভিন্ন। মূলত জাতীয় দলের সাথে ১০০ দিন কাজ করার কথা ড্যানিয়েল ভেট্টোরির, যার জন্য বিসিবিকে পারিশ্রমিক বাবদই খরচ করতে হত ২ কোটি টাকা।
গত বছর পাকিস্তানের বিপক্ষে সিরিজে যাননি তিনি। এছাড়াও কোয়ারেন্টিন জটিলতার কারণে ক্যারিবীয়দের বিপক্ষে চলমান হোম সিরিজেও আসেননি। সবকিছু বিবেচনা করে তাদের জাতীয় দলের জন্য নতুন স্পিন বোলিং কোচ খুঁজতে হচ্ছে বিসিবিকে।
যদিও বাংলাদেশের আগামী নিউজিল্যান্ড সিরিজে জাতীয় দলের সাথে দেখা যেতে পারে ড্যানিয়েল ভেট্টোরিকে। তবে এটাই হতে পারে তার বাংলাদেশের সাথে শেষ সম্পর্ক।
বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন গণমাধ্যমের সাথে আলাপকালে জানান, আগামী ২-৩ দিনের মধ্যেই ঠিক করা হবে কে হচ্ছেন বাংলাদেশের পরবর্তী স্পিন বোলিং কোচ। তিনি জানান, বিসিবির ১০০ দিন চুক্তির বাকি অংশের বিষয়ে কী হবে, তা নিয়েও ভাবছে বোর্ড।