শেষ ওয়ানডে ম্যাচে একাদশে নিশ্চিত মোহাম্মদ সাইফুদ্দিন। অভিষেক হতে পারে শরিফুল ইসলাম ও মেহেদি হাসানের মধ্যে একজনের

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুটি জয়লাভ করে ইতিমধ্যে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২৫ শে জানুয়ারি চট্টগ্রামে তৃতীয় এবং শেষ ওয়ানডে ম্যাচে মুখোমুখি হবে দুই দল।





সিরিজ জয়লাভ করার কারণে শেষ ওয়ানডে ম্যাচে একাদশে আসতে পারে পরিবর্তন। বিশেষ করে অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিনের একাদশে থাকাটা একপ্রকার নিশ্চিত। বিগত কয়েকটি সিরিযজ ধরে বাংলাদেশ ওয়ানডে এবং টি-টোয়েন্টি দলের নিয়মিত মুখ ছিলেন মোহাম্মদ সাইফুদ্দিন।

কিন্তু বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টই ইনজুরিতে পড়ার কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম দুটি ওয়ানডে খেলা হয়নি তার। তবে তৃতীয় ওয়ানডে ম্যাচের ফাস্ট বোলর রুবেল হোসেনের পরিবর্তে একাদশে দেখা যেতে পারে তাকে। তবে শেষ ওয়ানডে ম্যাচে কোন পরীক্ষা-নিরীক্ষা করতে চায় না বিসিবি।

বিশ্বকাপের সুপার লিগের ম্যাচ হওয়ার কারণে প্রতিটি ম্যাচে গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। দেশের একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, “আমরা তো তরুণদের আগামীর জন্য তৈরি করার কথাই ভাবছি”।

“সে চিন্তায়ই তাদের নেয়া। তবে আমরা দল নিয়ে খুব বেশি পরীক্ষা-নিরীক্ষা করতে পারব না, করতে চাইও না। কারণ আমাদের প্রতিটি ম্যাচের ফল গুরুত্বপূর্ণ। বিশ্বকাপের কোয়ালিফাই মার্কসের জন্য ম্যাক্সিমাম পয়েন্ট চাই। আমাদের মাথায় সেটাও রাখতে হচ্ছে। কাজেই দল নিয়ে খুব বেশি এক্সপেরিমেন্ট করার সুযোগ নেই।’

তবে একাদশে মোহাম্মদ সাইফুদ্দিন থাকছেন এটা জানিয়েছেন প্রধান নির্বাচক। তিনি বলেন, ‘সাইফউদ্দিন এখন পুরোপুরি ফিট। তাই তাকে চট্টগ্রামে দেখা যাবে। সম্ভবত রুবেলের জায়গায় খেলানো হবে সাইফউদ্দিনকে।’

এর বাইরে তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মেহেদি হাসানের খেলার সম্ভাবনার কথা জানতে চাওয়া হলে প্রধান নির্বাচক বলেন, ‘সেটা চট্টগ্রামে যাওয়ার পর অবস্থা দেখে বোঝা যাবে। তবে তিনি মিরাজের পারফরম্যান্সে আমরা সন্তুষ্ট”।





“তাকে আমরা ৫০ ওভারের ফরম্যাটে কার্যকর বিবেচনা করেছিলাম। সে ক্লিক করেছে। সে সবে নিজের ছন্দ ফিরে পেয়েছে। এখন তাকে পরের ম্যাচেই বাইরে নেয়া কঠিন। তারপরও দেখি বাকি তরুণদের মধ্যে কাউকে খেলানো যায় কি না।’