ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে আলো ছড়িয়ে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছে দুই স্পিনার সাকিব আল হাসান এবং মেহেদী হাসান মিরাজ। প্রথম ওয়ানডে ম্যাচে দুর্দান্ত বোলিং করে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছিলেন সাকিব।
এভাবে কতকাল দ্বিতীয় ম্যাচে ৪ উইকেট নিয়ে ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন মেহেদী হাসান মিরাজ। দলগতভাবে এমন পারফর্মেন্স এর আগে কখনো এভাবে দেখা যায়নি বাংলাদেশ দলে। দলের প্রয়োজনে সব মুহূর্তেই জমে উঠেছে ক্রিকেটাররা।
দলগত এই পারফরমেন্সের কারণে ওয়েস্ট ইন্ডিজকে দুই ম্যাচেই একপ্রকার উড়িয়ে দিয়েছে তামিম বাহিনী। প্রথম ওয়ানডেতে বাংলাদেশ জিতেছিল ৬ উইকেটে। শুক্রবার জিতল ৭ উইকেটে। দ্বিতীয় ওয়ানডে জয়ের নায়ক মেহেদী হাসান মিরাজও জানালেন, দলগত অভিজ্ঞতা ও শক্তির কারণেই বাংলাদেশ অপ্রতিরোধ্য।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মিরাজ বলেন,‘দেখুন আমরা ওয়েস্ট ইন্ডিজের সাথে অনেক ম্যাচই জিতেছি, টানা সাতটা ম্যাচ জিতেছি বিশ্বকাপসহ। অবশ্যই আমাদের আত্মবিশ্বাস অনেক ভালো ছিল এবং সবচেয়ে বড় কথা আমাদের দলের কমিউনিকেশনটা খুব ভালো।’
মিরাজ ধারাবাহিক সাফল্যের জন্য নিজেদের বন্ধন এবং প্রত্যেকের দায়িত্বশীলতার কথা বললেন জোর গলায়, ‘আমাদের দলের বন্ধন খুবই ভালো। যখন যার দরকার তখন সে-ই খেলছে। আমরা যখন ওয়েস্ট ইন্ডিজে গিয়েছিলাম তখন কিন্তু আমাদের দলের প্রত্যেকটা খেলোয়াড় ভালো করেছে। বিশেষ করে শুধু বোলাররা ভালো করেছে তা না, ব্যাটসম্যানরাও ভালো করেছে। এই কম্বিনেশনের জন্যই হয়ত আমরা ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ভালো জিততে পেরেছি।’