শেষ ম্যাচে তাসকিন সাইফুদ্দিনকে সুযোগ দিতে চান তামিম ইকবাল

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে টাইগারদের কাছে পাত্তাই পায়নি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। প্রথম দুই ম্যাচে একতরফা জয় তুলে নিয়ে ওয়ানডে সিরিজ জয়লাভ করেছে বাংলাদেশ। এখনো পালা ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করার। এই মুহূর্তে দল নিয়ে দারুন খুশির অধিনায়ক তামিম ইকবাল।

একাদশে সুযোগ না পাওয়া ক্রিকেটারদের তৃতীয় ওয়ানডে ম্যাচের সুযোগ দিতে চান তামিম ইকবাল। বিশেষ করে তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফুদ্দিনকে সুযোগ দিতে চান তিনি। ম্যাচ শেষে বাংলাদেশ দলের অধিনায়ক তামিম ইকবাল জানান তিনি।

দলের ভিতরে একটা সুস্থ অথচ জমজমাট প্রতিযোগিতা চলছে। যেখানে সাইফউদ্দীন আর তাসকিনের মত খেলোয়াড়ের একাদশে জায়গা পেতে কষ্ট করতে হচ্ছে- এ কথা জানিয়ে টাইগার অধিনায়ক বলেন, ‘তাসকিন, সাইফউদ্দিনের মতো খেলোয়াড়রা সুযোগ পাচ্ছে না। স্বাস্থ্যকর প্রতিযোগিতা চলছে দলের মধ্যে।’





তারপরও চট্টগ্রামে শেষ ম্যাচে একাদশে পরিবর্তন নিশ্চিত, জানালেন তামিম। কিন্তু তাতেও কোনো সমস্যা হবে না। দলের সবারই খেলার সুযোগ পেতে হবে। যারা দলে সুযোগ পাচ্ছে না, তাদেরও ভালো করার সামর্থ্য রয়েছে। আমি নিশ্চিত তৃতীয় ওয়ানডেতে কিছু পরিবর্তন আসবে দলে। আশা করব, যারাই দলে আসবে তারা যেন ভালো করে।’