ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের পর আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। এর আগে চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের সাথে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বিসিবি একাদশ।
এই ম্যাচকে সামনে রেখে আজ চূড়ান্ত স্কোয়াড। দলে সুযোগ পেয়েছে তরুণ ক্রিকেটাররা। বিশেষ করে এই দলে রয়েছে যুব বিশ্বকাপ জয়ী দলের ৬ জন ক্রিকেটার। প্রস্তুতি ম্যাচের জন্য বিসিবি একাদশের অধিনায়ক করা হয়েছে উইকেটকিপার ব্যাটসম্যান কাজী নুরুল হাসান সোহানকে।
আগামী ২৯-৩১ জানুয়ারি চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে সফররত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনদিনের ম্যাচ খেলার জন্য ১৪ জনের দলে রাখা হয়েছে সব তরুণকে।
প্রস্তুতি ম্যাচের জন্য ১৪ জনের দল : নুরুল হাসান সোহান (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, আকবর আলী, তৌহিদ হৃদয়, মুকিদুল ইসলাম মুগ্ধ, শাহিন আলম, রিশাদ হোসেন, সাইফ হাসান, সাদমান ইসলাম, ইয়াসির আলী চৌধুরী, শাহাদাত হোসেন দিপু, নাইম শেখ, শরিফুল ইসলাম ও খালেদ আহমদে।