এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ইতিমধ্যেই এই সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন সাকিব। এছাড়াও আজ দ্বিতীয় ম্যাচে দুটি উইকেট তুলে নিয়েছেন তিনি। দুর্দান্ত ফর্মে থাকা সাকিব আল হাসান যাচ্ছেন না নিউজিল্যান্ড সিরিজের।
আগামী মার্চে নিউজিল্যান্ড সফরে থাকছেন না সাকিব আল হাসান। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে ছুটিতে থাকবেন সাকিব। পিতৃত্বকালীন ছুটির কারণে আগেভাগেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) মৌখিকভাবে বিষয়টি জানিয়ে রেখেছেন সাকিব।
সবকিছু ঠিকঠাক থাকলে আগামী মার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। বিসিবির পরিকল্পনা অনুযায়ী ২২ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।
সাকিব আনুষ্ঠানিকভাবে ছুটির দরখাস্ত না করলেও এই সফরে সাকিবকে ছাড়াই বিসিবি দল সাজানোর পরিকল্পনা করেছে বলে জানা গেছে। এদিকে কিছুদিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে তৃতীয় সন্তান আসার খবর জানিয়ে দেন সাকিব। এর আগে ২০১২ সালের ১২ ডিসেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন সাকিব-শিশির। ২০১৫ সালে প্রথম এবং গত বছরের ২৪ এপ্রিল দ্বিতীয় কন্যাসন্তান আসে তাদের ঘরে।