মেহেদী হাসান মিরাজের দুর্দান্ত বোলিংয়ে ১৪৮ রানে অলআউট ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচের স্কোর কার্ড

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে বাংলাদেশি বোলারদের বিধ্বংসী বোলিংয়ে ৪৩.৪ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে ১৪৮ রান সংগ্রহ করেছে ওয়েস্ট ইন্ডিজ। এই দিন টসে জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয় পড়ে ওয়েস্ট ইন্ডিজ।





দলীয় ১০ রানের মাথায় ওয়েস্ট ইন্ডিজের ওপেনার ব্যাটসম্যান সুনীল অ্যামব্রিসকে ৬ রানে প্যাভিলিয়নে ফেরেন মুস্তাফিজুর রহমান। এরপর জোড়া উইকেট তুলে নেন মেহেদী হাসান মিরাজ।

দলীয় ৩৪ রানের মাথায় কেজর্ন ওটলি (২৪) এবং জোশুয়া দা সিলভা (৫) কে প্যাভিলিয়নে ফেরেন বাংলাদেশ দলের এই স্পিনার। চাপে পড়া ওয়েস্ট ইন্ডিজ দলকে টেনে তুলতে পারেনি কোন ব্যাটসম্যান।

বোলিংয়ে এসেই ব্যক্তিগত প্রথম ওভারে উইকেটে দেখা পান বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ৩ রান করা আন্দ্রে ম্যাকার্থিকে বোল্ড করে প্যাভিলিয়নে ফেরেন সাকিব। এরপর শূন্য রানে রান আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন কাইল মায়ার্স।

ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক জেসন মোহাম্মদের উইকেট তুলে নেন সাকিব আল হাসান। ১১ রান করে সাকিব আল হাসানের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন তিনি।

গত ম্যাচে তিন উইকেট নেওয়া তরুণ ফাস্ট বোলার হাসান মাহমুদ তুলে নেন নক্রুমাহ বোনারের উইকেট। ২০ রান করে বোল্ড আউট হন তিনি। দলীয় ৮৮ রানের মাথায় মেহেদি হাসান তুলে নেন ইনিংসের অষ্টম উইকেট। রেমন রেফারকে ২ রানে এলবিডব্লিউ করেন তিনি।

শেষের দিকে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা কিছুটা প্রতিরোধ গড়ে তুললেও দলীয় ১২০ রানের মাথায় আলজারি জোসেফের উইকেট তুলে নেন মুস্তাফিজুর রহমান। ৪০ রান করা রোভম্যান পাওয়েলকে আউট করেন মেহেদী হাসান মিরাজ।

বাংলাদেশের হয়ে মেহেদী হাসান মিরাজ ৪টি, মোস্তাফিজুর রহমান দুইটি, সাকিব আল হাসান দুইটি, এবং হাসান মাহমুদ একটি উইকেট লাভ করেন।

বাংলাদেশ একাদশ: লিটন দাস, তামিম ইকবাল (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেট কিপার), মাহমুদউল্লাহ, সৌম্য সরকার, মেহিদী হাসান, হাসান মাহমুদ, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান





ওয়েস্ট ইন্ডিজ একাদশ: সুনীল অ্যামব্রিস, জোশুয়া দা সিলভা (উইকেট কিপার), আন্দ্রে ম্যাকার্থি, জেসন মোহাম্মদ (অধিনায়ক), কাইল মায়ার্স, নক্রুমাহ বোনার, রোভম্যান পাওয়েল, রেমন রেফার, আলজারি জোসেফ, আকেল হোসেইন, কেজর্ন ওটলি।