দীর্ঘদিনের অপেক্ষার পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজের শুভ সূচনা করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৬ উইকেটে জয় লাভ করেছে বাংলাদেশ। এদিকে আজ আমরা মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ দল।
এই ম্যাচে জয়লাভ করতে পারলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হ্যাটট্রিক সিরিজ জয়ের হ্যাটট্রিক করবে তামিমরা। দ্বিপাক্ষিক সিরিজে নাম লেখানোর পর পাঁচ বছরে (১৯৯৯-২০০৪) টানা ১৫ সিরিজ হেরেছিল বাংলাদেশ। ওয়ানডেতে প্রথম সিরিজ জয়ের স্বাদ পেয়েছিল টাইগাররা ২০০৫ সালে জিম্বাবুয়ের বিরুদ্ধে।
তারপর গত ১৫ বছরে বাংলাদেশের অর্জনের তালিকায় যুক্ত হয়েছে ২৫টি সিরিজ জয়ের সাফল্য। ওয়ানডে ফরম্যাটে ২৬তম সিরিজ জয়ের হাতছানি এখন বাংলাদেশের সামনে। আজ ওয়েস্ট ইন্ডিজকে হারাতে পারলেই চলমান তিন ম্যাচের সিরিজটা ২-০ তে জিতে যাবে বাংলাদেশ।
তাতেই ক্যারিবিয়ানদের বিরুদ্ধে আজ অন্যরকম হ্যাটট্রিক পূর্ণ করবে লাল-সবুজের দল। ওয়ানডেতে জিম্বাবুয়ের বিপক্ষেই সর্বোচ্চ টানা ছয়টি সিরিজ (২০০৬-২০১০) জিতেছিল বাংলাদেশ।
উইন্ডিজদের বিরুদ্ধে শেষ দুটি সিরিজই (২০১৮ সালে) জিতেছে টাইগাররা। আজ সুযোগ টানা তৃতীয় সিরিজ জয়ের তথা হ্যাটট্রিক পূর্ণ করার। জিম্বাবুয়ে ছাড়া আর কোনো দলের বিরুদ্ধে টানা তিন সিরিজ জয়ের রেকর্ড নেই বাংলাদেশের।