ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে আগামীকাল বাংলাদেশ সময় সকাল ১১:৩০ মিনিটে আবারো মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। এই ম্যাচে জয়লাভ করতে পারলে সিটিসি নিজেদের হবে টাইগারদের।
অন্যদিকে সিরিজে টিকে থাকতে হলে আগামী কালকের ম্যাচে অবশ্যই জয়লাভ করতে হবে ওয়েস্ট ইন্ডিজের। ইতিমধ্যে এ সিরিজের প্রথম ম্যাচে ৬ উইকেটে জয় লাভ করেছে বাংলাদেশ।
আগামীকাল এই ম্যাচটি সরাসরি দেখা যাবে বাংলাদেশের প্রথম এবং একমাত্র স্পোর্টস টিভি চ্যানেল টি স্পোর্টস এবং নাগরিক টিভিতে। এছাড়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের সব কয়টি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের সরকারি টিভি চ্যানেল বিটিভি।
বাংলাদেশ দলের সম্ভাব্য একাদশ : তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান।
ওয়েস্ট ইন্ডিজ দলের সম্ভাব্য একাদশ: সুনীল অ্যামব্রিস, জোশুয়া দা সিলভা, জন আন্দ্রে ম্যাকার্থি, জন নক্রুমাহ বোনার, জেসন মোহাম্মদ, রোভম্যান পাওয়েল, কাইল মায়ার্স, জহ্মার হ্যামিলটন, রেমন রেফার, আলজারি জোসেফ, টি চেমার হোল্ডার।
বাংলাদেশের ওয়ানডে সিরিজের দল: তামিম ইকবাল (অধিনায়ক), সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন দাস, মাহমুদউল্লাহ, আফিফ হেসেন, সৌম্য সরকার, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, মোহাম্মদ সাইফ উদ্দিন, মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মেহেদি হাসান, রুবেল হোসেন।
ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে স্কোয়াড: জেসন মোহাম্মদ (অধিনায়ক), সুনীল আমব্রিস (সহ-অধিনায়ক), এনক্রুমাহ বোনার, জশুয়া দা সিলভা, কিয়ন হার্ডিং, জাহমার হ্যামিল্টন, চেমার হোল্ডার, আকিল হোসেইন, আলঝেরি জোসেফ, কাইল মায়ার্স, আন্দ্রে ম্যাকার্টি, কিয়র্ন ওটলে, রভমেন পাওয়েল, রেইমন রেইফার, হেইডেন ওয়ালস জুনিয়র।