ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে ১২২ রানে অলআউট হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এই দিন টসে জিতে ফিল্ডিংয়ে নেমে দারুণ সূচনা করেন মুস্তাফিজুর রহমান। দলীয় ২৪ রানের মধ্যে দুই ওপেনার ব্যাটসম্যান সুনীল অ্যামব্রিস এবং জোশুয়া দা সিলভার উইকেট তুলে নেন মুস্তাফিজুর রহমান। ৭ রান করা সুনীল অ্যামব্রিসকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন মোস্তাফিজ।
ইনিংসে ষষ্ঠ ওভারে আরেক ওপেনার জোশুয়া দা সিলভারকে ৯ রানে প্যাভিলিয়নে ফেরান মুস্তাফিজ। দুর্দান্ত একটি ক্যাচ ধরেন লিটন দাস। এর পরের গল্পটা সাকিব আল হাসানের। নিষেধাজ্ঞা থেকে ফিরে হিংস্র বাঘের মত ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানদের উপরে ঝাঁপিয়ে পড়েন তিনি।
দলীয় ৫৬ রানের মধ্যে সাকিব তুলে নেন আরো তিনটি উইকেট। ১২ রান করা জন আন্দ্রে ম্যাকার্থিকে বোল্ড আউট করেন সাকিব। এরপর ১৭ রান করা ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক জেসন মোহাম্মদ এবং শূন্য রানে নক্রুমাহ বোনারকে প্যাভিলিয়নে ফেরান সাকিব। তবে এরপরেই কিছুটা ঘুরে দাঁড়ায় ওয়েস্ট ইন্ডিজ।
রোভম্যান পাওয়েল এবং কাইল মায়ার্স ৫৯ রানের পার্টনারশিপ ভাঙেন হাসান মাহমুদ। দলীয় ৩০ তম ওভারে জোড়া উইকেট তুলে নেন তিনি। ২৮ রান করা রোভম্যান পাওয়েলকে এবং শূন্য রানে রেমন রেফারের উইকেট তুলে নেন হাসান মাহমুদ। পরের ওভারে ৪০ রান করা কাইল
মায়ার্সকে প্যাভিলিয়নে ফেরান মেহেদী হাসান মিরাজ। পরের ওভারেই ১ রান করা আখিল হোসেন উইকেট তুলে নেন হাসান মাহমুদ। দলীয় ৩৩ ওভারে মাথায় ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট তুলে নেন সাকিব। ৮ রানের বিনিময়ে সাকিব তুলে নিয়েছেন চারটি উইকেট। এছাড়াও তিনটি করে উইকেট তুলে নিয়েছেন মোস্তাফিজুর রহমান এবং হাছান মাহমুদ।
১২৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুটা দুর্দান্ত করে দুই ওপেনার ব্যাটসম্যান তামিম ইকবাল এবং লিটন দাস। এই রিপোর্ট লেখা পর্যন্ত ১২ ওভারে বিনা উইকেটে ৪১ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। তামিম ইকবাল ২১ এবং লিটন দাস ১২ রান করে অপরাজিত রয়েছেন।
বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: সুনীল অ্যামব্রিস, জোশুয়া দা সিলভা, জন আন্দ্রে ম্যাকার্থি, জন নক্রুমাহ বোনার, জেসন মোহাম্মদ, রোভম্যান পাওয়েল, কাইল মায়ার্স, জহ্মার হ্যামিলটন, রেমন রেফার, আলজারি জোসেফ, টি চেমার হোল্ডার।