ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত দিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক তামিম ইকবাল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ম্যাচে অভিষেক হচ্ছে বাংলাদেশ দলের তরুণ ফাস্ট বোলার হাসান মাহমুদের।
বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: সুনীল অ্যামব্রিস, জোশুয়া দা সিলভা, জন আন্দ্রে ম্যাকার্থি, জন নক্রুমাহ বোনার, জেসন মোহাম্মদ, রোভম্যান পাওয়েল, কাইল মায়ার্স, জহ্মার হ্যামিলটন, রেমন রেফার, আলজারি জোসেফ, টি চেমার হোল্ডার।