যেকোনো সময় চাইলেই তিন নম্বরে ব্যাটিং করতে পারবে সাকিব : অধিনায়ক তামিম ইকবাল

গতকাল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো জানিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে তিন নম্বর ব্যাটিং পজিশন-এর পরিবর্তে চার নম্বরে ব্যাটিং করবেন সাকিব আল হাসান। তবে চাইলেই সাকিব তিন নম্বরে ফিরতে পারবেন আজ সাংবাদিকদের সাথে আলাপকালে এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ওয়ানডে দলের বর্তমান অধিনায়ক তামিম ইকবাল।

আগামী বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। এর আগের সংবাদ সম্মেলনে তামিম জানান, চাইলে যেখানে চান সেখানেই ব্যাট করবেন সাকিব।

“আমরা যখন ক্যাম্প শুরু করি, তখন থেকেই তার প্রতি বার্তাটা ছিল খুব পরিষ্কার। আর আমি ব্যক্তিগতভাবেও তার সঙ্গে কথা বলেছি। সে বুঝতে পেরেছে এবং ভালোভাবেই নিয়েছে।”





“এটা তাকে স্বস্তির একটা সুযোগও দিচ্ছে। লম্বা সময় পরে ফিরেছে। আমরা সবাই জানি, সে তিন নম্বরে কত ভালো করেছে। তার রেকর্ডই তার হয়ে কথা বলছে। এই ব্যাপারে আমরা সবাই সজাগও। সে চার নম্বরে ব্যাট করে খুশি। আমি এ-ও বলেছি, যদি কোনো সময় তিন নম্বরে ব্যাট করতে চায়, সেখানে ফিরে যেতে পারবে।”