ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে আজ অনুশীলন করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটাররা। ইতিমধ্যেই এই সিরিজের জন্য ১৮ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২০ জানুয়ারি মাঠে গড়াবে প্রথম ওয়ানডে ম্যাচ।
এদিকে দীর্ঘ ১০ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার একাদশে ব্যাটিং লাইনআপের কিছুটা পরিবর্তন আনতে পারে বাংলাদেশ ক্রিকেট দল। নিষেধাজ্ঞা কাটিয়ে বাংলাদেশ দলে ফিরেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। নিষেধাজ্ঞার আগে তিন নম্বর ব্যাটিং পজিশনে ব্যাটিং করছিলেন সাকিব।
কিন্তু নিষেধাজ্ঞা থেকে ফিরে এসেই পজিশন ফিরে পাচ্ছেন না তিনি। আজ অনুশীলনের পর ভার্চুয়াল কনফারেন্সে আলাপকালে বাংলাদেশ জাতীয় দলের ব্যাটিং লাইন আপ নিয়ে কথা বলেছেন প্রধান কোচ রাসেল ডমিঙ্গো।
তার ভাষায় সাকিব আল হাসানের পরিবর্তে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে তিন নম্বর ব্যাটিং পজিশনে দেখা যেতে পারে তরুণ ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্তকে। ডমিঙ্গো জানিয়েছেন, তরুণ ব্যাটসম্যানদের উন্নতির জন্য শীর্ষ তিনে খেলানোর বিকল্প নেই। সেই পরিকল্পনাতেই তিন নম্বরে খেলানো হবে শান্তকে।
ডমিঙ্গো বলেন, ‘আমি মনে করি এখানে শান্তর মতো তরুণ খেলোয়াড় আছে যে এই মুহূর্তে দারুণ ছন্দে আছে। সে সর্বশেষ জিম্বাবুয়ের বিপক্ষে খেলেছিল এবং আমরা কয়েকজন তরুণ ব্যাটসম্যানের উন্নতি নিশ্চিত করতে চাই। উপমহাদেশে তরুণদের উন্নতির জন্য আদর্শের জায়গা শীর্ষ তিন।’
এছাড়াও সাকিবকে নিয়ে বাংলাদেশের প্রধান কোচ বলেন, ‘সাকিব অনেক দিন ধরেই আন্তর্জাতিক ক্রিকেটে নেই। তাই সে ৪ নম্বরে খেললে তার জন্য ভালো হবে। আমরা জানি সে বিশ্ব মানের খেলোয়াড়। এই ব্যাটিং লাইন আপ চূড়ান্ত না। বিশ্বকাপের আগে অনেক সময় আছে। ব্যাটিং লাইন আপ চূড়ান্ত করার আগে আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করবো।
পারফরম্যান্সের মতো সৌম্য সরকারের ব্যাটিং পজিশন ‘মিউজিক্যাল চেয়ারের’ মতো ঘুরছে! কখনও তার ব্যাট হাসে, কখনও থাকে নিষ্প্রভ। একইভাবে কখনও তিনি ব্যাটিং করেন ওপরে। কখনও আবার নিচে। পারফরম্যান্স কিংবা দলের প্রয়োজনের তার ব্যাটিং পজিশনে আসে পরিবর্তন।
নতুন পজিশনে সৌম্য কখনও মানাতে পারেন, কখনও পারেন না। স্থির হতে না পারায় তার সেরা পারফরম্যান্সও বের হয় না, এমন ভাবনা অনেকেরই। এবার সৌম্যর জন্য আদর্শ পজিশন নির্ধারণ করলেন বাংলাদেশের কোচ রাসেল ডমিঙ্গো।
দক্ষিণ আফ্রিকান কোচ জানালেন, সৌম্য ব্যাটিং করবেন সাত নম্বরে। আজ রোববার দলের অনুশীলন শুরুর আগে বাংলাদেশের কোচ এই ব্যাটসম্যানের ব্যাটিং পজিশন নিয়ে তিনি বলেন, ‘এ মুহূর্তে টপ অর্ডার প্রতিষ্ঠিত। তামিম ও লিটন ওপেনিং পজিশনে থিতু হয়ে আছে। আমরা সৌম্যকে মধ্যভাগে দেখতে চাই। আমরা এমন কাউকে চাই যে কিনা ইনিংসের শেষ ভাগে ঝড় তুলতে পারে।’
নতুন ভূমিকায় সৌম্যকে নিয়ে আশাবাদী ডমিঙ্গো, ‘আমি জানি সৌম্য সব সময় ইনিংসের শুরুতে ব্যাটিং করেছে। আমরা এখন এমন খেলোয়াড় চাই যে কিনা নতুন ভূমিকায় দ্রুত মানিয়ে নিতে পারবে। এ সময়ের মধ্যে বিশ্বকাপ চলে আসবে এবং আশা করছি তখন সব পজিশনের জন্য ভালোমানের খেলোয়াড় তৈরি করা যাবে।’
সৌম্য ও মাহমুদউল্লাহকে ফিনিশার হিসেবে দেখতে চান দক্ষিণ আফ্রিকান কোচ, ‘এ মুহূর্তে সৌম্য ও মাহমুদউল্লাহর ব্যাটে ইনিংসের শেষ দেখতে চাই। সৌম্য অভিজ্ঞ ও বল উড়াতে সক্ষম। আমার আস্থা অর্জন করেছে সে। আশা করছি তারা দুইজন ভালো পারফরম্যান্স দিতে পারবে।
এটাও সত্যি যে ৬ ও ৭ নম্বর পজিশনে ব্যাটিং করা কঠিন। এ সময়ে কখনও কখনও ওভারপ্রতি ১০ রান করে প্রয়োজন হয় এবং ভালো বলও শাসন করতে হয়। কঠিন পজিশন বলেই সবার উচিত ধৈর্য ধরা এবং তাকে সাচ্ছন্দ্যে ব্যাটিং করতে দেওয়া।’