কেমন হতে পারে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের প্রথম ওয়ানডে ম্যাচের একাদশ। দেখে নিন

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে দীর্ঘ ১০ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ইতিমধ্যেই এই সিরিজের জন্য চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দীর্ঘ ১০ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরায় বাংলাদেশ দল তাদের সেরা একাদশে পাচ্ছে।





২০১৯ বিশ্বকাপের পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে সেরা একাদশ নিয়ে মাঠে নামবে বাংলাদেশ। আসুন দেখে নিই কেমন হতে পারে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচের জন্য বাংলাদেশের সেরা একাদশ।

ওপেনিংয়ে তামিম ইকবালের সাথে থাকবেন লিটন দাস। সর্বশেষ জিম্বাবুয়ে সিরিজে অসাধারণ ব্যাটিং করেছিলেন লিটন দাস। তবে তিন নম্বর পজিশনে থাকছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকার পর আবারো মাঠে ফিরছেন সাকিব তবে দীর্ঘদিন বাইরে থাকলেও তার তিন নম্বর ব্যাটিং পজিশন ফিরে পাচ্ছেন তিনি। এরপর একাদশে মুশফিকুর রহিমের সাথে আরও দেখা যেতে পারে সৌম্য সরকারকে।

শেষ ব্যাটসম্যান হিসেবে রয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। একাদশে সাকিব আল হাসানের সাথে একমাত্র স্পিনার হিসেবে দেখা যেতে পারে মেহেদী হাসান মিরাজকে।

একাদশে সবচেয়ে বড় চমক তরুণ ফাস্ট বোলার শরিফুল ইসলাম সহ চারজন ফাস্ট বোলার। শরিফুল ইসলাম ছাড়াও একাদশে থাকতে পারেন মোহাম্মদ সাইফুদ্দিন, মোস্তাফিজুর রহমান এবং রুবেল হোসেনকে।

প্রথম ওয়ানডে ম্যাচের জন্য বাংলাদেশের সম্ভাব্য একাদশ : তামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফুদ্দিন, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন শরিফুল ইসলাম।





বাংলাদেশের ওয়ানডে সিরিজের দল: তামিম ইকবাল (অধিনায়ক), সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন দাস, মাহমুদউল্লাহ, আফিফ হেসেন, সৌম্য সরকার, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, মোহাম্মদ সাইফ উদ্দিন, মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মেহেদি হাসান, রুবেল হোসেন।