ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের বাংলাদেশ ওয়ানডে দলের সুযোগ পেয়েছেন শরিফুল ইসলাম। গতবছর অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স এরপর নজরে আসেন ফাস্ট বোলার শরিফুল ইসলাম। এরপর গত মাসে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টে নজরকাড়া পারফরম্যান্স করেন শরিফুল।
তারই পুরস্কার হিসেবে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দলে জায়গা করে নিয়েছেন তিনি। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মূল একাদশে সুযোগ পেলে নিজেদের সেরাটা দিয়ে চেষ্টা করবেন শরিফুল ইসলাম। সেই সাথে উইন্ডিজের বিপক্ষে মূল স্কোয়াডে থাকতে পেরে দারুণ রোমাঞ্চিত তরুণ পেস বোলার শরিফুল।
টিম হোটেল থেকে এক ভিডিও বার্তায় তিনি জানিয়েছেন, আন্ডার নাইন্টিন বিশ্বকাপে আমরা দল হিসেবে এক সাথে যুদ্ধ করেছি তাই একটা দল হয়ে যদি ফাইটিং করতে পারি তাহলে জাতীয় দলের হয়েও একদিন বিশ্বকাপ জিততে পারবো। সেই সাথে উইন্ডিজের সাথেও যদি পুরো দল এক হয়ে খেলতে পারলে জয় অবশ্যই আমাদের হাতেই ধরা।
সব সময়ই ইচ্ছা ছিলো তামিম,সাকিব, মুস্তিফিজুর ভাইদের সাথে খেলার সেই স্বপ্ন হয়তো এখন পূরণ হবে। যদি মুল একাদশে সুযোগ আসে তবে চেষ্টা থাকবে সেরা বোলিংটাই করার। শেষ টুর্নামেন্টে ও জাতীয় দলের অনুশীলনে নিজের সব ভুলভ্রান্তি শুধরে নিয়েছি, তাই এখন ফোকাস শুধুই মুল ম্যাচে।