জমে উঠেছে অস্ট্রেলিয়া বনাম ভারতের মধ্যকার চতুর্থ টেস্ট ম্যাচ। তৃতীয় দিন শেষে ৫৪ রানে এগিয়ে অস্ট্রেলিয়া

জমে উঠেছে অস্ট্রেলিয়া বনাম ভারতের মধ্যকার চতুর্থ টেস্ট ম্যাচ। ব্রিসবেনে তৃতীয় দিন শেষে দুই দলই সমান পজিশনে রয়েছে। আগে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়ার ৩৬৯ রানের জবাবে প্রথম ইনিংসে ৩৩৬ রানে অল আউট হয়েছে ভারত। ফলে ৩৩ রানের লিড দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নামে অস্ট্রেলিয়া।

চতুর্থ টেস্টে প্রথম ইনিংসে দ্বিতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ছিল ২ উইকেট হারিয়ে ৬২ রান। তৃতীয় দিনে ধীরস্থির শুরু করেন চেতেশ্বর পূজারা ও রাহানে। ব্যক্তিগত ২৫ রানে পূজারা ফেরার পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ভারত। এক পর্যায়ে ১৮৬ রানেই ৬ উইকেট হারিয়ে বসে তারা।

এমন অবস্থায় দলের হাল ধরেন ওয়াশিংটন সুন্দর ও শার্দুল ঠাকুর। দুজনের দৃঢ়তায় পাল্টা আক্রমণ শুরু করে টিম ইন্ডিয়া। বলা যায় দুজনের ব্যাটে ভর করেই একসময় লিডের স্বপ্ন দেখতে শুরু করেছিল রাহানের দল। ব্যক্তিগত ৬৭ রানে ঠাকুর ফিরলে ভাঙে দুজনের ১২৩ রানের জুটি। এরপর দ্রুতই গুটিয়ে যায় ভারত। সুন্দর করেন ৬২ রান।

অস্ট্রেলিয়ার হয়ে ৫ উইকেট নেন জশ হ্যাজেলউড। এছাড়া দুটি করে উইকেট নেন প্যাট কামিন্স ও মিচেল স্টার্ক। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে আক্রমণাত্মক শুরু করেছে অস্ট্রেলিয়া। তৃতীয় দিন শেষে দলটির সংগ্রহ কোনো উইকেট না হারিয়ে ২১ রান।





এর মাঝে ২০ রান একাই করেছেন ডেভিড ওয়ার্নার। ১ রানে অপরাজিত আছেন মার্কাস হ্যারিস। ৫৪ রানের লিড নিয়ে আগামীকাল চতুর্থ দিনের খেলা শুরু করবে অস্ট্রেলিয়া। ইতিমধ্যেই এই সিরিজে একটি করে ম্যাচে জয়লাভ করেছে অস্ট্রেলিয়া এবং ভারত।