বিগত কয়েক বছর ধরে ওয়েস্টইন্ডিজের থেকে অনেক ভালো ক্রিকেট খেলছে বাংলাদেশ দল। সর্বশেষ ৫ ওয়ানডে ম্যাচের মধ্যে সবকটিতেই জয়লাভ করেছে বাংলাদেশ। এই পাঁচ ম্যাচের জয়ের পেছনে সবচেয়ে বড় বেশি অবদান ছিল সাকিব তামিমের।
বাংলাদেশে গত সফরে টেস্টে হোয়াইটওয়াশড হয়েছিল ক্যারিবিয়ানরা, হেরেছিল ওয়ানডে সিরিজ। ওই দুই সিরিজেই দলকে সাফল্য এনে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন সাকিব-তামিম। এবার ও মাঠের লড়াই শুরুর আগে তাদেরকেই সবচেয়ে বড় হুমকি হিসেবে দেখছেন ক্যারিবিয়ান অলরাউন্ডার কাইল মায়ার্স।
সবশেষ সিরিজে তাদের সাফল্যের কথা বিবেচনায় নিয়েই হয়তো মায়ার্স শনিবার জানান, সাকিব-তামিমই হতে পারেন সবচেয়ে বড় হুমকি। “আমার কাছে মূল হুমকি মনে হয় সাকিবকে। আমি ওর সঙ্গে সিপিএলে খেলেছি। একই সঙ্গে তাদের অধিনায়ক তামিমকেও, সেও বিশ্বমানের একজন ক্রিকেটার।”
আগামী বুধবার ওয়ানডে দিয়ে শুরু হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের মাঠের লড়াই। তিন ম্যাচ সিরিজের বাকি দুটি শুক্রবার ও এর দুই দিন পর। ইতিমধ্যেই এই সিরিজের জন্য চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।