দীর্ঘ ১০ মাসের অপেক্ষার পর আগামী ২০ জানুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ দল। আগে অনেক দ্বিপাক্ষিক সিরিজ মুখোমুখি হয়েছে বাংলাদেশ। কিন্তু দল ঘোষণা নিয়ে এর আগে এত চাপের মুখে পড়তে হয়নি বাংলাদেশ জাতীয় দলে নির্বাচকদের।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য ২৪ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ইনজুরির কারণে সেই স্কোয়াড থেকে বাদ পড়েছেন তরুণ ব্যাটসম্যান পারভেজ হোসেন ইমন।
তবে আজ এই সিরিজের জন্য ১৮ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। স্কোয়াডের নতুন মুখ ফাস্ট বোলার হাসান মাহমুদ শরিফুল ইসলাম এবং স্পিনার শেখ মেহেদী হাসান।
ওয়ানডে সিরিজের জন্য ১৮ সদস্যের বাংলাদেশ দল: ১।তামিম ইকবাল ২।সাকিব আল হাসান ৩।নাজমুল হোসেন শান্ত ৪। মুশফিকুর রহিম ৫।মোহাম্মদ মিঠুন ৬।লিটন কুমার দাস ৭।মাহমুদউল্লাহ ৮।আফিফ হোসেন ধ্রুব ৯। তাইজুল ইসলাম ১০।সৌম্য সরকার ১১। রুবেল হোসেন ১২। তাসকিন আহমেদ ১৩। শরিফুল ইসলাম ১৪। হাসান মাহমুদ ১৫।মোহাম্মদ সাইফউদ্দিন ১৬।মোস্তাফিজুর রহমান ১৭।মেহেদী হাসান মিরাজ ১৮।শেখ মেহেদী হাসান