ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের আগে গতকাল বিকেএসপিতে দুই ম্যাচের প্রস্তুতি ম্যাচের প্রথম টিতে মুখোমুখি হয়েছিল তামিম একাদশ বনাম মাহমুদুল্লাহ একাদশ। বাংলাদেশ ওয়ানডে দলে সুযোগ পাওয়া প্রাথমিক স্কোয়াডে ক্রিকেটাররা খেলেছিলেন এই ম্যাচে।
প্রথম ম্যাচে তামিম ইকবালের একাদশের বিপক্ষে ৫ উইকেটে জয় লাভ করেছে মাহমুদুল্লাহ একাদশ।যেখানে একমাত্র মাহমুদুল্লাহ রিয়াদ ছাড়া আর কোন ব্যাটসম্যান হাফ সেঞ্চুরি করতে পারেনি।
প্রথম ম্যাচে জয় পেয়েছে মাহমুদউল্লাহ একাদশ। টসে হেরে ব্যাট করতে নেমে তামিম একাদশ সংগ্রহ করে ১৬১ রান। জবাবে ব্যাট করতে নেমে ৫ উইকেটের জয় তুলে নেয় মাহমুদউল্লাহ একাদশ।
ম্যাচ জেতায় উচ্ছ্বসিত অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। খেলা শেষে তিনি সন্তুষ্ট বোলারদের ওপর। তার আশা উইন্ডিজদের বিপক্ষে সিরিজ জিতবে বাংলাদেশ।
‘আমি আশাবাদী, আমরা সিরিজ জিতবো। সবমিলিয়ে ভালো হয়েছে প্রস্তুতি, বোলাররা ভালো বল করেছে। দুই দলের বোলাররাই ভালো বল করেছে। উইকেট সম্ভবত শুরুর দিকে কিছুটা মুভমেন্ট ছিল। দ্বিতীয় ইনিংসে বেটার হয়েছে উইকেট। কিন্তু সর্বোপরি ভালো অনুশীলন হয়েছে।’
এদিকে দীর্ঘ এক বছর নিষেধাজ্ঞায় থাকা সাকিব আল হাসান আবারও ফিরতে যাচ্ছেন আন্তর্জাতিক ক্রিকেটে। ঘরের মাঠে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে ভালো খেলতে পারেননি, সে ধারাবাহিকতা রয়েছে অনুশীলন ম্যাচেও। ৬ ওভার বোলিং করে উইকেট পাননি, রান আউট হয়ে সাজঘরে ফেরেন ৯ রান করে। রিয়াদ বলছেন, সাকিব থাকলে আরও আগেই জিতে যেত।
‘সাকিবের রান আউটটা দুর্ভাগ্যজনক ভাবে হয়ে গেছে। নন-স্ট্রাইক প্রান্তের ব্যাটসম্যানের গায়ে লেগে বলটা বোলারের কাছে চলে গেছে। নরমালি ও থাকলে হয়তো এটা সহজ রান হত।’