ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে ম্যাচের ওয়ানডে এবং দুই ম্যাচের টেস্ট সিরিজে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পন্সর হলো বেক্সিমকো। শুধু মাত্র এই সিরিজের জন্যই স্পন্সর হিসেবে তাদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি।
বিজ্ঞপ্তিতে বিসিবি সিইও নিজাম উদ্দিন চৌধুরীর বিবৃতি দিয়ে বলা হয়েছে, শুধু দেশেই নয় দেশের বাইরেও বেক্সিমকে একটি স্বনামধন্য ব্র্যান্ড। বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে এর দীর্ঘ দিনের গৌরবান্বিত অংশিদারিত্ব রয়েছে। জাতীয় ক্রিকেট দলের টিম স্পন্সর হিসেবে তাদের নাম ঘোষণা করতে পেরে আমরা খুবই খুশি।’
আগামী ২০ জানুয়ারি তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ দিয়ে সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ শুরু করবে টাইগাররা। যার শেষ হবে ১১-১৫ ফেব্রুয়ারি দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচ দিয়ে।
ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য বাংলাদেশের ওয়ানডে প্রাথমিক স্কোয়াড : তামিম ইকবাল, সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন দাস, মাহমুদুল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, ইয়াসির আলী, সৌম্য সরকার, নাঈম শেখ,
তাসকিন আহমেদ, মোঃ আল-আমিন হোসেন, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, মোহাম্মদ সাইফুদ্দিন, মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাসুম আহমেদ, পারভেজ হোসেন ইমন, মেহেদি হাসান, রুবেল হোসেন।