মাহমুদুল্লাহ রিয়াদের দুর্দান্ত হাফ সেঞ্চুরিতে তামিম একাদশকে ৫ উইকেটে হারিয়েছে মাহমুদুল্লাহ একাদশ। দেখে নিন ম্যাচের ফুল স্কোর কার্ড

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের আগে আজ বিকেএসপিতে প্রথম প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হয়েছে তামিম একাদশ বনাম মাহমুদুল্লাহ একাদশ। প্রথম প্রস্তুতি ম্যাচে মাহমুদুল্লাহর একাদশের বিপক্ষে আগে ব্যাটিংয়ে নেমে হাছান মাহমুদের বিধ্বংসী বোলিংয়ে ১৬১ রানে অলআউট হয় তামিম একাদশ। জবাবে ব্যাট করতে নেমে ৩৬.৫ বলে ৫ উইকেটে হারিয়ে জয় তুলে নেয় মাহমুদুল্লাহ একাদশ





তামিম একাদশের হয়ে সর্বোচ্চ ৩৫ রান করেছেন আফিফ হোসেন। ৪৩ বলে ২৮ রান এসেছে ওয়ানডে দলপতির ব্যাট থেকে। ৩৫ বলে ২৭ রান করে প্যাভিলিয়নে ফিরেছেন তিনে নামা নাজমুল হোসেন শান্ত।

৩২.৩ ওভার পর্যন্ত ভালো অবস্থানেই ছিল তামিম একাদশ। সে সময় স্কোরবোর্ডে তাদের রান ছিল ১৪০। কিন্তু এরপরই শুরু হয় হাসান-শরিফুলদের আগুনে বোলিং। মাত্র ২০ রানে ৬ ব্যাটসম্যানকে হারিয়ে ১৬১ রানে গুটিয়ে যায় তামিম একাদশ। ২১ রান দিয়ে ৪ উইকেট নেন হাসান।

৪০ ওভারে ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে আনলেও তামিম একাদশ ব্যাট করেছে মাত্র ৩৭.২ ওভার। হাসান ছাড়া শরিফুল ইসলাম এবং আল আমিন হোসেন নিয়েছেন ২টি করে উইকেট। মিরাজের শিকার একটি।

১৬২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই ৩ রান করে প্যাভিলিয়নে ফেরেন ইয়াসির আলী। উইকেট তুলে নেন মোস্তাফিজুর রহমান। এরপর ৯ রান করে রান আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন সাকিব আল হাসান। মুশফিকুর রহিম করেন ২৮ রান এবং ওপেনার ব্যাটসম্যান নাঈম শেখ করেন ৪৩ রান।

তবে অন্য প্রান্ত থেকে দুর্দান্ত খেলতে থাকেন মাহমুদুল্লাহ রিয়াদ। শেষ পর্যন্ত ৫১ রানে অপরাজিত থাকেন তিনি। এছাড়াও ৩ রান করে আউট হন মোসাদ্দেক হোসেন। ১৩ রান করে অপরাজিত থাকেন মেহেদী হাসান মিরাজ।

তামিম একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ মিঠুন, সৌম্য সরকার, আফিফ হোসেন, মাহাদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, নাসুম আহমেদ, রুবেল হোসেন ও মোস্তাফিজুর রহমান।

মাহমুদউল্লাহ একাদশ: ইয়াসির আলী, নাঈম শেখ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, আল-আমিন হোসেন ও শরীফুল ইসলাম।





সংক্ষিপ্ত স্কোর:
তামিম একাদশ: ৩৭.২ ওভারে ১৬১ অল আউট (তামিম ২৮, লিটন ২, শান্ত ২৭, মিঠুন ১৬, সৌম্য ২৪, আফিফ ৩৫, শেখ মেহেদি ১, সাইফউদ্দিন ৭*, নাসুম ২, রুবেল ০, মুস্তাফিজ ৯) (হাসান ৪/২১, শরিফুল ২/২৭, আল আমিন ২/৩২)
মাহমুদুল্লাহ একাদশ : ৩৬.৫ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬২ রান। (মাহমুদুল্লাহ রিয়াদ ৫১, নাঈম শেখ ৪৩, মুশফিকুর রহিম ২৮, মেহেদী হাসান মিরাজ ১৩, ইয়াসির আলী ৩, মোসাদ্দেক হোসেন ৩)। মুস্তাফিজুর রহমান, নাসুম হাসান, মোহাম্মদ সাইফুদ্দিন, শেখ মেহেদী হাসান একটি করে উইকেট লাভ করেছেন।