ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে প্রথম প্রস্তুতি ম্যাচে আগামীকাল বিকেএসপিতে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ দল।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগে আগামীকাল এবং ১৬ জানুয়ারি বিকেএসপিতে দুইটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। মূলত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রাথমিক স্কোয়াডে সুযোগ পাওয়া ২৪ জন ক্রিকেটার দুই ভাগে ভাগ হয়ে আগামী কাল বিকেএসপিতে প্রথম ওয়ানডে ম্যাচে মুখোমুখি হবে।

এই দুই প্রস্তুতি ম্যাচের ফলাফলের উপর ভিত্তি করেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে স্কোয়াড ঘোষণা করবে বিসিবি। তাই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রাথমিক স্কোয়াডে সুযোগ পাওয়া ক্রিকেটারদেরও জন্য দুটি প্রস্তুতি ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এছাড়াও ওয়ানডে সিরিজের আগে ১৮ জানুয়ারি বিকেএসপিতে বিসিবি একাদশের বিপক্ষে ৫০ ওভারের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। তবে এই তিন প্রস্তুতি ম্যাচে সাংবাদিকদের প্রবেশাধিকার থাকছে না। বুধবার সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এ কথা জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোভিড-১৯ পরিস্থিতির কারণে বিকেএসপিতে ১৪, ১৬ ও ১৮ জানুয়ারির ম্যাচে সংবাদকর্মীদের প্রবেশাধিকার থাকবে না। বিসিবি ম্যাচগুলোর ছবি ও ভিডিও হাইলাইটস সংবাদমাধ্যমকে সরবরাহ করবে।

ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য বাংলাদেশের ওয়ানডে প্রাথমিক স্কোয়াড : তামিম ইকবাল, সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন দাস, মাহমুদুল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, ইয়াসির আলী, সৌম্য সরকার, নাঈম শেখ,





তাসকিন আহমেদ, মোঃ আল-আমিন হোসেন, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, মোহাম্মদ সাইফুদ্দিন, মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাসুম আহমেদ, পারভেজ হোসেন ইমন, মেহেদি হাসান, রুবেল হোসেন।