ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ দলের সেরা ওয়ানডে একাদশ প্রকাশ করলেন বাংলাদেশের সেরা কোচ সারোয়ার ইমরান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে দীর্ঘ নয় মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ইতিমধ্যেই এই সিরিজের জন্য প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

কয়েকদিনের মধ্যেই চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবে বিসিবি। তবে দীর্ঘ নয় মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরায় বাংলাদেশ দল তাদের সেরা একাদশে পাচ্ছে। ২০১৯ বিশ্বকাপের পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে সেরা একাদশ নিয়ে মাঠে নামবে বাংলাদেশ।

আর সেই একাদশটি তৈরি করেছেন বাংলাদেশের অন্যতম সেরা কোচ সারওয়ার ইমরান। সময় টিভিতে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি তার সেরা একাদশ তৈরি করেছেন। ওপেনিংয়ে তিনি তামিম ইকবালের সাথে রেখেছেন লিটন দাসকে। সাকিব আল হাসান দলে থাকায় তাই তার তিন নম্বর পজিশনে সাকিবকেই রেখেছেন তিনি।

এরপরে মুশফিকুর রহিমের সাথে রয়েছে সৌম্য সরকার।শেষ ব্যাটসম্যান হিসেবে রয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। একাদশে তিনি সাকিব আল হাসানের সাথে রেখেছেন মাত্র একজন স্পিনার। আর তিনি হলেন মেহেদী হাসান মিরাজ।

একাদশে সবচেয়ে বড় চমক তরুণী ফাস্ট বোলার শরিফুল ইসলাম সহ চারজন ফাস্ট বোলার। শরিফুল ইসলাম ছাড়াও একাদশে তিনি রেখেছেন মোহাম্মদ সাইফুদ্দিন, মোস্তাফিজুর রহমান এবং রুবেল হোসেনকে।

ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য বাংলাদেশের ওয়ানডে প্রাথমিক স্কোয়াড : তামিম ইকবাল, সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন দাস, মাহমুদুল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, ইয়াসির আলী, সৌম্য সরকার, নাঈম শেখ,





তাসকিন আহমেদ, মোঃ আল-আমিন হোসেন, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, মোহাম্মদ সাইফুদ্দিন, মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাসুম আহমেদ, পারভেজ হোসেন ইমন, মেহেদি হাসান, রুবেল হোসেন।