দীর্ঘদিন পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের মধ্য দিয়ে আবারো আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। করোনার প্রকোপ শুরুর আগে কিছুটা ভালো সময় কাটিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তরুণ স্পিনার মেহেদী হাসান মিরাজ।
তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে নিজের চেনা ছন্দে ফিরছে চান মেহেদি। অতীতের রেকর্ড বলছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুর্দান্ত খেলেন মেহেদী হাসান মিরাজ। সেই সাথে গত বছর বিসিবি প্রেসিডেন্ট কাপ এবং বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টে মোটামুটি ভালোই করেছেন মেহেদী হাসান মিরাজ।
আন্তর্জাতিক ক্রিকেটের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজেকে মেলে ধরতে চান মিরাজ। আজ অনুশীলন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে মেহেদী হাসান মিরাজ বলেন, ‘দেখেন যে লাস্ট ৩/৪ টা আন্তর্জাতিক ম্যাচে কিন্তু আমি ওই রকম ভালো করতে পারিনি”।
“দেশের মাটিতে, দেশের বাইরের মাটিতে যে কয়টা ম্যাচ খেলেছি কিন্তু আমার জন্য আলাদা একটা সুবিধা থাকবে। যেহেতু ওয়েস্ট ইন্ডিজ আসছে এবং এর আগেও ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে আমি ভালো করেছি। আরও দেশের মাটিতে খেলা, টেস্ট-ওয়ানডে দুটোই”।
“আর আমার অবশ্যই ভালো ফিলিংস থাকবে যে এখানে যদি আমি ভালো কিছু করতে পারি আর নিজেকে ফিরে পাওয়ার ভালো একটা সুযোগ পাব। এটাই চেষ্টা করব যে নিজের পারফরম্যান্সটা ভালো করার জন্য, দিনশেষে দলও যেন ভালো রেজাল্ট করে।”
এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন সাকিব আল হাসান। তবে করোনাভাইরাসে কারণে কিছুটা ভালো হয়েছে সাকিবের জন্য। এ সময় ৯ মাস বন্ধ ছিল আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ। সেই সাথে দীর্ঘদিন পর শাকিবের সাথে অনুশীলন করতে পেরে দারুণ খুশি মেহেদী হাসান মিরাজ।
“হ্যাঁ, আমরা অনেকদিন পর এক সঙ্গে হয়েছি এবং বিশেষ করে আমাদের সবাই অনেক উৎফুল্ল আছে খেলার জন্য। সাকিব ভাইও দলে ফিরেছে , হয়তো এক বছর খেলার বাইরে ছিল। কিন্তু আমাদের জন্য একটু ভালো দিক ছিল যে করোনার ভেতর খেলা হয়নি”।
“এটা বাংলাদেশ দলের জন্য অনেক ভালো দিক ছিল। আমি মনে করি যে আমাদের দল ভালো একটা অবস্থায় আছে এবং আমরা যে অনুশীলন করছি, অবশ্য আমরা ইনশাআল্লাহ সামনে যে সিরিজ আছে অবশ্যই আমরা খুব ভালো করতে পারব।”