ওয়েস্ট ইন্ডিজ সিরিজ কে সামনে রেখে গতকাল মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করেছে প্রাথমিক স্কোয়াডে ডাক পাওয়া ক্রিকেটাররা। তবে অনুশীলনের সময় গতকাল আবারো চোট পেয়েছেন ফাস্ট বোলার তাসকিন আহমেদ।
এদিন অনুশীলনে বাঁহাতে আঘাত পান তাসকিন। সোমবার চোট পেয়ে দ্রুত মাঠ ছাড়তে হয়েছিল ডান-হাতি এই পেসারকে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে জানানো হয়েছে, তিনটি সেলাই হয়েছে বাম-হাতের আঙুলে।
মঙ্গলবার ক্রিকেট বোর্ডের চিকিৎসক মনজুর হোসাইন চৌধুরী জানিয়েছেন, সোমবার রাতেই তার আঙুলে সেলাই দেয়া হয়েছে। অপেক্ষা করতে হবে ৭২ ঘণ্টার। এর পর বোঝা যাবে অবস্থা।
তবে ইনজুরির ধরন অনুযায়ী ২৫ বছর বয়সী এই পেসারকে নিয়ে আশাবাদী বিসিবি চিকিৎসকরা। ডা. মনজুর হোসাইন চৌধুরী বলেন, ‘ফ্র্যাকচার হয়নি কোনও, শুধু চামড়ায় সমস্যা হওয়াতে তাসকিনকে মাঠে পাওয়া নিয়ে আমরা আশাবাদী।’
এর আগে একাধিকবার ইনজুরিতে পড়েছেন তিনি। ২০১৯ সালের বিপিএলে ভালো করেও গোড়ালির চোটের কারণে নিউজিল্যান্ড সফরে ওয়ানডে সিরিজে খেলতে যেতে পারেননি তাসকিন।
সেই রেশ থেকে যায় অনেকদিন। পুনর্বাসনে অনেকটা সুস্থ হয়ে ওঠলেও ২০১৯ বিশ্বকাপের স্কোয়াডে জায়গা পাননি। এবার নিজেকে পুরোপুরি প্রস্তুত করে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য তৈরি হচ্ছিলেন। অথচ অনুশীলন শুরুর দ্বিতীয় দিনেই চোট পেয়ে বিছানায় যেতে হয়েছে তাসকিনকে
বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেছেন, ‘তাসকিন আজ অনুশীলন করতে গিয়ে বাঁহাতে আঘাত পেয়েছে। তবে আঘাত কতটা গুরুতর এ ব্যাপারে আমরা এখনও কিছুই জানি না। সন্ধ্যার দিকে ও (তাসকিন) হোটেলে ঢুকেছে। ওখানে ডাক্তার চেক করছে। এখন পর্যবেক্ষণে আছে ও।’