আইসিসি টেস্ট র্র্যাংকিংয়ে নিউজিল্যান্ড ক্রিকেট ইতিহাসের সর্বোচ্চ রেটিং পয়েন্ট পেলেন অধিনায়ক কেন উইলিয়ামসন। আজ সর্বশেষ প্রকাশিত হয়েছে আইসিসি টেস্ট র্র্যাংকিং। অস্ট্রেলিয়া-ভারতের সিডনি টেস্ট, নিউ জিল্যান্ড-পাকিস্তানের ক্রাইস্টচার্চ টেস্ট ও দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কার জোহানেসবার্গ টেস্টের পারফরম্যান্স বিবেচনায় নিয়ে আইসিসির সবশেষ র্র্যাংকিং প্রকাশিত হয়েছে।
পাকিস্তানের বিপক্ষে দুইটি ডাবল সেঞ্চুরি করেছেন নিউজিল্যান্ডের বর্তমান অধিনায়ক উইলিয়ামসন। এর মধ্যে ক্রাইস্টচার্চ টেস্টে ডাবল সেঞ্চুরিতে আইসিসি টেস্ট র্র্যাংকিংয়ে ২৯ রেটিং পয়েন্ট পেয়ে উইলিয়ামসনের রেটিং পয়েন্ট এখন ৯১৯।
তার ক্যারিয়ারের তো বটেই, নিউ জিল্যান্ডের ইতিহাসেও কারও ব্যক্তিগত সর্বোচ্চ রেটিং পয়েন্ট এটি। ২০১৫ সালের ডিসেম্বরে উইলিয়ামসনেরই ৯১৫ ছিল কিউইদের আগের সর্বোচ্চ। নিউ জিল্যান্ডের হয়ে ব্যক্তিগত রেটিং পয়েন্টে ৯০০ ছোঁয়ার কৃতিত্ব আছে আর কেবল স্যার রিচার্ড হ্যাডলি।
এছাড়াও ভারতের বিপক্ষে সিডনি টেস্টে চমৎকার ব্যাটিং করেছেন স্টিভ স্মিথ। প্রথম ইনিংসে ১৩১ রানের পর দ্বিতীয় ইনিংসেও ৮১ রান করেন স্মিথ। দুটি ইনিংস খেলে স্মিথের প্রাপ্তি ২৩ রেটিং পয়েন্ট। আবার তিনি স্পর্শ করেছেন ৯০০ রেটিং পয়েন্ট। তিন থেকে উঠে এসেছেন দুই নম্বরে।
বোলারদের র্যাঙ্কিংয়ে আগের মতোই শীর্ষ চারে আছেন প্যাট কামিন্স, স্টুয়ার্ট ব্রড, নিল ওয়্যাগনার ও টিম সাউদি। পরিবর্তন এসেছে পরের জায়গায়। দিন ধাপ এগিয়ে পাঁচে উঠেছেন জশ হেইজেলউড, তিন ধাপ পিছিয়ে আটে নেমে গেছেন তার সতীর্থ মিচেল স্টার্ক। না খেলেও তিন ধাপ এগিয়ে সাতে উঠেছেন জেমস অ্যান্ডারসন।
অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে যথারীতি শীর্ষে আছেন বেন স্টোকস। জেসন হোল্ডারকে তিনে নামিয়ে রবীন্দ্র জাদেজা উঠেছেন দুইয়ে। চারে আগের মতোই সাকিব আল হাসান।