করোনা ভাইরাস কারণে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পাশাপাশি অনেক বড় ক্ষতি হয়েছে বাংলাদেশ বয়সভিত্তিক ক্রিকেট দল গুলির। বিশেষ করে যুব বিশ্বকাপ জয়ী দলের ক্রিকেটাররা এখনো কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে পারেননি।
অবশেষে আগামী জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে এবং দুটি টেস্ট ম্যাচের মধ্যে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সেই সাথে আবারো মাঠে ফিরে যাচ্ছে বাংলাদেশ এইচপি ক্রিকেট দল।
সবকিছু ঠিকঠাক থাকলে ফেব্রুয়ারীতে বাংলাদেশ সফরে আসছে আয়ারল্যান্ড এইচপি ক্রিকেট দল। সফরে আয়ারল্যান্ডের সাথে ঘরের মাটিতে একটি চার দিনের ম্যাচ এবং পাঁচটি একদিনের ম্যাচ খেলবে বাংলাদেশ এইচপি ক্রিকেট দল।
তবে এর সাথে আরও যোগ করা হয়েছে দুটি টি-টোয়েন্টি ম্যাচ। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গেম ডেভেলপমেন্ট ম্যানেজার আবু ইমাম কায়সার।
“আয়ারল্যান্ড সিরিজ সামনে রেখে ক্যাম্প শুরু হবে ১ ফেব্রুয়ারি। তার আগে ২৫ জানুয়ারি কক্সবাজারে শুরু হবে অনূর্ধ্ব-১৯ দলের ক্যাম্প। চট্টগ্রামে এইচপি ও যুবদলের মধ্যে কয়েকটি প্রস্তুতি ম্যাচ আয়োজনের ভাবনা রয়েছে আমাদের।’
‘আয়ারল্যান্ড এইচপি দল এখানে এসে একটি চার দিনের ম্যাচ, পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ ও দুই ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলবে। অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে আমাদের এইচপি দলের কয়েকটি ম্যাচ রাখা হয়েছে সিরিজের আগে প্রস্তুতির জন্য।’
ইতিমধ্যেই এই সিরিজের জন্য সম্ভাব্য ভেন্যু নির্ধারণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবি থেকে জানা গেছে, সিরিজটি হওয়ার কথা ছিল দুটি চার দিনের এবং তিনটি একদিনের ম্যাচের। কিন্তু আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডের অনুরোধে চার দিনের একটি ম্যাচ কমিয়ে দুটি ওয়ানডে বাড়ানো হয়েছে।
এদিকে আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড বিসিবিকে অনুরোধ করেছে সব কয়টি ম্যাচ ঢাকায় আয়োজন করতে। যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ড চেয়েছিল একটি চার দিনের ম্যাচ চট্টগ্রামে আয়োজন করতে। তবে সেটি যদি না হয় তাহলে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামেও হতে পারে বড় দৈর্ঘ্যের ক্রিকেট ম্যাচটি।