কন্যা সন্তানের বাবা হয়েছেন ভারতের জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। আজ বিকালে কন্যা সন্তানের বাবা হয়েছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিরাট কোহলি বলেন, ‘আমরা আনন্দের সাথে জানাচ্ছি যে, এই বিকালে আমাদের কন্যা সন্তান পৃথিবীতে এসেছে”।
“আমি সবাইকে সবার ভালবাসা, দোয়া ও শুভকামনার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আনুশকা ও বাচ্চা দুজনেই সুস্থ আছে। এবং আমরা আমাদের জীবনের নতুন এই অধ্যায় শুরু করতে পেরে নিজেদের সৌভাগ্যবান মনে করছি। আমরা আশা করব আপনারা আমাদের প্রাইভেসির সম্মান করবেন এই যাত্রায়। ভালোবাসা, ভিরাট।”