গতকাল অনুষ্ঠিত হয়েছে পাকিস্তান সুপার লিগের প্লেয়ার্স ড্রাফট। ড্রাফটে বাংলাদেশ থেকে ২০ জন থাকলেও একজন ও দলে ভেড়ায়নি কোন ফ্র্যাঞ্চাইজি। মূলত পাকিস্তান সুপার লিগ যখন শুরু হবে তখন নিজেদের বিপক্ষে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ রয়েছে বাংলাদেশের। এই কারণেই পাকিস্তান সুপার লিগে দল পাইনি মুস্তাফিজ, মাহমুদুল্লাহরা।
পাকিস্তান সুপার লিগের প্রতিটি দলের চূড়ান্ত স্কোয়াড
ইসলামাবাদ ইউনাইটেড : অ্যালেক্স হেলস (ইংল্যান্ড), শাদাব খান, কলিন মুনরো (নিউজিল্যান্ড), ফাহিম আশরাফ, হুসেন তালাত, আসিফ আলী, মুসা খান, জাফর গোহর, হাসান আলি, লুইস গ্রেগরি, ফিল সল্ট, রোহেল নাজির, রিস টপলে, ইফতিখার আহমেদ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, আহমেদ সাইফি আব্দুল্লাহ, ক্রিস জর্ডান, আকিফ জাবেদ।।
করাচি কিংস : বাবর আজম, মোহাম্মদ আমির, কলিন ইনগ্রাম (দক্ষিণ আফ্রিকা), ইমাদ ওয়াসিম, আমির ইয়ামিন, শারজিল খান, ওয়াকাস মকসুদ, আরশাদ ইকবাল, মোহাম্মদ নবি, ড্যান ক্রিশ্চিয়ান, চ্যাডউইক ওয়ালটন, জো ক্লার্ক, ড্যানিশ আজিজ, মোহাম্মদ ইলিয়াস, জিশান মালিক, কাশিম আকরাম, নুর আহমেদ।
লাহোর কালান্দাররা : মোহাম্মদ হাফিজ, শাহীন শাহ আফ্রিদি, ফখর জামান, ডেভিড উইস (দক্ষিণ আফ্রিকা), হারিস রউফ, বেন ডাঙ্ক (অস্ট্রেলিয়া), দিলবার হুসেন, সোহেল আক্তার, রাশিদ খান, সামিত প্যাটেল, টম অ্যাবেল, জিশান আশরাফ, সালমান আঘা, মোহাম্মদ ফাইজান, মাজ খান, জাইদ আলম, জো ডেনলি, আহমেদ ড্যানিয়াল।
মুলতান সুলতানস : শহীদ আফ্রিদি, রিলি রসউ (দক্ষিণ আফ্রিকা), সোহেল তানভীর (ব্র্যান্ড অ্যাম্বাসেডর), ইমরান তাহির (দক্ষিণ আফ্রিকা), খুশদিল শাহ, জেমস ভিনস (ইংল্যান্ড), শান মাসউদ, উসমান কাদির, ক্রিস লিন, সোহেল খান, মোহাম্মদ রিজওয়ান, শোয়েব মাকসুদ, শোয়েব উল্লাহ, অ্যাডাম লিথ, শাহনেওয়াজ ধানি, মোহাম্মদ উমর, ইমরান খান সিনিয়র, কার্লোস ব্র্যাথওয়েট।
পেশোয়ার জালমি : ওহাব রিয়াজ, সোহাইব মালিক, কামরান আকমল, লিয়াম লিভিংস্টোন (ইংল্যান্ড), হায়দার আলী, ডেভিড মিলার, মুজিব উর রহমান, শেরফানে রাদারফোর্ড, আমাদ বাট, উমাইদ আসিফ, সাকিব মাহমুদ, ইমাম উল হক, এম ইমরান রানধাওয়া, মোহাম্মদ ইরফান সিনিয়র, ইবরার আহমেদ, মোহাম্মদ ইমরান, রবি বোপারা, আমির খান।
কোয়েটা গ্ল্যাডিয়েটরস : সরফরাজ আহমেদ, বেন কাটিং (অস্ট্রেলিয়া), মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ হাসনাইন, আজম খান, নাসিম শাহ, জাহিদ মেহমুদ (ব্র্যান্ড অ্যাম্বাসেডর), আনোয়ার আলী, ক্রিস গেইল, টম ব্যান্টন, উসমান খান শিনওয়ারি, ক্যামেরুন দেলপোর্ত, কায়েস আহমেদ, আব্দুল নাসির, সাইম আইয়ুব, আরিশ আলি খান, ডেল স্টেইন, উসমান খান।