ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সুযোগ মেলেনি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।গত মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন মাশরাফি।
ওই সিরিজের মধ্য দিয়েই অধিনায়কের দায়িত্ব ছাড়েন তিনি। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের হয়ে দীর্ঘদিন ধরে সার্ভিস দিয়েছেন মাশরাফি বিন মর্তুজা। বাংলাদেশের ওয়ানডে ক্রিকেটের উন্নতির পেছনে অনেকটাই বড় অবদান রয়েছে তার।
সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়েছেন তিনি। তাইতো ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে এই সিরিজে মাশরাফির শূন্যতা অনুভব করবে বাংলাদেশ দল এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান।
আজ সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন ‘মাশরাফি একজন গ্রেট খেলোয়াড় কোন সন্দেহ নেই। সে আমাদের অন্যতম সেরা অধিনায়কও। তার মতো একজন খেলোয়াড় স্কোয়াডে না থাকটা দলের শক্তি কমিয়েছে এবং ওর যে অভিজ্ঞতা সেটার অভাব কিন্তু সবাই অনুভব করবে।’
আস্তে আস্তে ক্রিকেট ময়দানে ফিরতে শুরু করে দিয়েছে দর্শক। অস্ট্রেলিয়া বনাম ভারতের মধ্যকার সিরিজেই দেখা গিয়েছে দর্শক। তবে শুধু দেশের বাইরে নয় দেশের ফুটবলে কিছুদিন আগেও বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দর্শক বসে খেলা দেখার অনুমতি দিয়েছিল ফুটবল ফেডারেশন। তবে এত তাড়াতাড়ি মাঠে বসে খেলা দেখতে পারবেন না ক্রিকেটপ্রেমীরা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে দর্শক থাকবে না বলে জানিয়েছেন আকরাম খান।
এ প্রসঙ্গে আকরাম আরো বলেন, ‘এখনো পর্যন্ত আমরা দর্শকবিহীন পরিকল্পনায় আছি। কিন্তু দেখি ওটা নিয়ে আলাপ আলোচনা চলছে, এখনো সময় আছে। তো আমরা আলাপ আলোচনা করবো। কিন্তু এখনো পর্যন্ত দর্শক ছাড়াই।’