বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার টেস্ট সিরিজ দিয়ে প্রথমবারের মতো আইসিসির এলিট ক্লাবে যোগ দিচ্ছে বাংলাদেশের দুই আম্পায়ার।

ক্রিকেটে বাংলাদেশ এখন একটি পরাশক্তিকে নাম। বিশেষ করে ক্রিকেটবিশ্ব ওয়ানডে ফরম্যাটে নিজেদের জায়গা করে নিয়েছে বাংলাদেশ। ক্রিকেটারদের পাশাপাশি ক্রিকেট মাঠের ভিতরে ও অনেক উন্নতি করছে বাংলাদেশের আম্পায়াররা।





বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজে টেস্ট ক্রিকেটে অভিষেক হতে যাচ্ছে বাংলাদেশের দুই আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত ও মাসুদুর রহমান মুকুলের। করোনা ভাইরাসের কারণে কিছু নিয়মের পরিবর্তন করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল।

করোনার এই সময়টাতে টেস্ট পরিচালনার দায়িত্ব পড়েছে স্বাগতিক দেশের আম্পায়ারদের উপর। বর্তমানে বেশিরভাগ দেশেই রয়েছে এলিট অ্যাম্পিয়ার। তবে বর্তমানে বাংলাদেশে এলিট অ্যাম্পিয়ার না থাকায় নিরপেক্ষ একজনকে নিয়োগ দিচ্ছে আইসিসি।

আইসিসির নিয়ম অনুযায়ী তিনজন আম্পায়ার নিয়োগ দেয় আইসিসি আর ম্যাচ রেফারির দায়িত্ব দেয়া হয় স্বাগতিক বোর্ড থেকে। ফিল্ড আম্পায়ার হিসেবে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে অভিষেক হতে পারে বাংলাদেশের দুই আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত ও মাসুদুর রহমান মুকুলের।

এর আগে আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করেছেন এই দুইজন। তবে টেস্টে এখনও সুযোগ হয়নি তাঁদের। ফিল্ড আম্পায়ার হিসেবে এই দুই জনের মধ্য থেকে যে কোন একজন সুযোগ পাবেন। সেক্ষেত্রে অভিজ্ঞতার কারণে মুকুলের চেয়ে এগিয়ে থাকবেন সৈকত।





ফলে একজন ফিল্ড আম্পায়ার হিসেবে থাকলে অন্যজনেক কাজ করতে হবে টিভি আম্পায়ার হিসেবে। এ ছাড়া ওয়ানডেতে ফিল্ড আম্পায়ার হিসেবে দেখা যেতে পারে গাজী সোহেল ও তানভির আহমেদকে। তিন ম্যাচের সিরিজে একটি করে ম্যাচ পেতে পারেন তারা।