দুইটি চ্যানেলে দেখা যাবে বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার সিরিজের খেলা।

দীর্ঘ নয় মাস বন্ধ থাকার পর আগামী ২০ জানুয়ারি থেকে শুরু হচ্ছে বাংলাদেশের আন্তর্জাতিক সিরিজ। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১০ জানুয়ারি ঢাকায় পা থাকবে ওয়েস্ট ইন্ডিজ জাতীয় ক্রিকেট দল। এই সিরিজের জন্য টিভি সম্প্রচার স্বত্ব কিনেছে বিনটেক।

টি স্পোর্টস এবং গাজী টিভি কে পিছনে ফেলে ১৭ কোটি ৯৭ লাখ টাকায় শুধু ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য সম্প্রচার স্বত্ব কিনেছে তারা। করোনা ভাইরাসের কারণে কোন সিরিজ এখন নিশ্চিত নয়। তাই প্রতিটি সিরিজের জন্য টিভি সম্প্রচার স্বত্ব বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

বিনটেক একটি বিজ্ঞাপন সম্প্রচার প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের কাছ থেকে দুই দলের লড়াই দেখা যাবে দেশের দুটি বেসরকারি টেলিভিশনে। এগুলো হচ্ছে টি স্পোর্টস ও নাগরিক টিভি।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অনুষ্ঠিত হতে যাওয়া ওয়ানডে এবং টেস্ট সিরিজের সম্প্রচার স্বত্ব পেয়েছে মূলত বেন টেক। তাদের থেকে আবার স্বত্ব কিনেছে টি স্পোর্টস ও নাগরিক টিভি। ফলে এ দুটি চ্যানেলে খেলা দেখা যাবে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সূত্রটি জানিয়েছে, মঙ্গলবার সম্প্রচার স্বত্বের নিলাম অনুষ্ঠিত হয়। সেখানে সিরিজটির সম্প্রচার স্বত্ব কিনেছে বেন টেক। তবে তাদের সঙ্গে চুক্তি করায় ম্যাচগুলো দেবে টি স্পোর্টস ও নাগরিক টিভি।





সূচি অনুযায়ী আগামী ২০ জানুয়ারি সিরিজের প্রথম ওয়ানডে শুরু হবে। এরপর ২২ ও ২৫ জানুয়ারি সিরিজের বাকি দুই ওয়ানডেতে মুখোমুখি হবে দু’দল। এরপর ৩ ফেব্রুয়ারি শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় ও শেষ টেস্ট মাঠে গড়াবে ১১ ফেব্রুয়ারি।