ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর এবারের আসরে ইনজুরির কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই টেস্ট ম্যাচ খেলতে পারেনি রোহিত শর্মা। অবশেষে তৃতীয় টেস্ট ম্যাচের একাদশে ফিরেছেন তিনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্ট ম্যাচের একাদশ ঘোষণা করেছে ভারত।
যেখানে ওপেনার মায়াঙ্ক আগারওয়ালের জায়গা ইনজুরি সেরে দলে ফিরেছেন রোহিত শর্মা। এছাড়া সিডনি ক্রিকেট গ্রাউন্ডের এই টেস্টে অভিষেক হচ্ছে পেসার নভদ্বীপ সাইনির। তিনি চোটে ছিটকে যাওয়া উমেশ যাদবে পরিবর্তে জায়গা পেয়েছেন। তবে দলের বাকিরা মেলবোর্নে দ্বিতীয় টেস্টের একাদশে ছিলেন।
আগামীকাল অনুষ্ঠিত হবে দুই দলের মধ্যকার দ্বিতীয় টেস্ট ম্যাচ। ইতিমধ্যেই দুই টেস্ট ম্যাচের মধ্যে একটি করে জয়লাভ করেছে ভারত এবং অস্ট্রেলিয়া। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে হলে এই টেস্ট ম্যাচে দুই দলের জন্যই অনেক গুরুত্বপূর্ণ। বিশেষ করে ভারতকে ভালো পারফরম্যান্স দেখাতে হবে।
তৃতীয় টেস্টের জন্য ভারত একাদশ: রোহিত শর্মা (সহ-অধিনায়ক), শুভমন গিল, চেতশ্বর পুজারা, অজিঙ্কা রাহানে (অধিনায়ক), হনুমা বিহারি, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, রবীচন্দ্রন আশ্বিন, মোহাম্মদ সিরাজ, জাসপ্রিত বুমরাহ, নভদ্বীপ সাইনি