ওয়েস্ট ইন্ডিজ সিরিজে মাশরাফিকে বিদায় সংবর্ধনা অনুষ্ঠান করতে চেয়েছিল বিসিবি

মাশরাফি বিন মুর্তজার অবসর নিয়ে বেশ কয়েকবার আলোচনার টেবিলে বসেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। কিন্তু এখনই অবসর নিতে চাননা বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। আরো কিছুদিন খেলা চালিয়ে যেতে চান তিনি।

কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে মাশরাফীকে আনুষ্ঠানিক বিদায় সংবর্ধনা দিতে সর্বোচ্চ আন্তরিক ছিল ক্রিকেট বোর্ড। কিন্তু, বিসিবি এবং মাশরাফির মধ্যে কয়েক দফা আলোচনার পরেও মাশরাফী তাতে রাজি হয়নি।

গতকাল দেশের একটি টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে এমনটাই মন্তব্য করেছেন বিসিবি পরিচালক নাঈমুর রহমান দুর্জয়। যদিও গত জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজে মাশরাফির বিদায় সংবর্ধনা অনুষ্ঠান করতে কোটি টাকা খরচ করা পরিকল্পনার কথা জানিয়ে দিল বিসিবি।





সময় সংবাদকে দেয়া এক সাক্ষাৎকারে নাঈমুর রহমান দুর্জয় বলেন, “মাশরাফীর ব্যাপারে বোর্ডের ওই ধরণের (বিদায়ী সংবর্ধনা) একটা পরিকল্পনা ছিলো। মাশরাফীর অবসরের বিষয় নিয়ে নির্বাচক, অপারেশন বিভাগের চেয়ারম্যান আকরাম খান ও বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে ওই সময় কথা হয়েছিল। কিন্তু মাশরাফী হয়তো নিজে চেয়েছে আরও কিছুদিন খেলা চালিয়ে যাবে। সে জন্য হয়তো বোর্ডের পক্ষে আর তার অবসরের সংবর্ধনা আয়োজন করা সম্ভব হয়নি।