অবশেষে নতুন ব্যাটিং কোচ পেল সাকিব-তামিম-মুশফিক রা। ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার জন লুইস হচ্ছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পরবর্তী ব্যাটিং পরামর্শক। তামিম, মাহমুদউল্লাহ, মুশফিকরা দীর্ঘদিন ধরেই ব্যাটিং পরামর্শক ছাড়া অনুশীলন করছেন। তাদের অপেক্ষার পালা শেষ হওয়ার পথে।
বৃহস্পতিবার সকালে ঢাকায় পা রাখবেন জাতীয় দলের নতুন ব্যাটিং পরামর্শক জন লুইস। তার সঙ্গে সোমবার চুক্তি পাকাপাকি করেছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। করোনাভাইরাস এর সময় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের দক্ষিণ আফ্রিকান কোচ নিল ম্যাকেঞ্জি পারিবারিক কারণে দায়িত্ব ছাড়েন।
এর পরবর্তীতে তার জায়গায় ব্যাটিং পরামর্শক হয়েছিলেন নিউ জিল্যান্ডের সাবেক ক্রিকেটার ক্রেইগ ম্যাকমিলান। কিন্তু দায়িত্ব গ্রহণের আগেই একই কারণে সরে দাঁড়ান ম্যাকমিলান। যদিও এই সময়ে কোন আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলেনি বাংলাদেশ ক্রিকেট দল। আগামী ২০ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।
এই সিরিজটি ব্যাটিং পরামর্শক পাচ্ছে টাইগাররা। প্রথমে শোনা গিয়েছিলো ২ সিরিজের জন্য তাকে ব্যাটিং কোচ হিসাবে নিয়োগ দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আপাতত এক বছরের জন্য চুক্তি করা হচ্ছে লুইসের সঙ্গে। পারফরম্যান্সের ওপর ভিত্তি করে তার চুক্তি নবায়ন করবে বিসিবি।
ডারহাম কাউন্টি ক্লাবের হয়ে দীর্ঘ ক্যারিয়ার জন লুইসের। এই ক্লাবের হয়ে তিনি জড়িত রয়েছেন ২২ বছর। এই ক্লাবের হয়ে খেলোয়াড়ের পাশাপাশি অধিনায়ক এবং কোচের দায়িত্ব ও পালন করেছেন তিনি।
১৪৬ প্রথম শ্রেণির ম্যাচে ডারহামের হয়ে তৃতীয় সর্বাধিক ৭৮৫৪ রান করেছেন লুইস। ডারহামের আগে তার ঠিকানা ছিল সাসেক্স ও এসেক্স। সব মিলিয়ে ২০৫ প্রথম শ্রেণির ক্রিকেট ম্যাচে ১৬ সেঞ্চুরিতে ১০৮২১ রান করেছেন ইংলিশ ক্রিকেটার।
খেলোয়াড়ি জীবনের পর কোচিং ক্যারিয়ারে মনোযোগ দেন। ডারহামের কোচ হয়ে জেতেন কাউন্টি চ্যাম্পিয়নশিপ। ২০১৪ সালে তার হাত ধরে রয়্যাল লন্ডন ওয়ানডে কাপ ডারহাম। ২০১৮ সালে শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং পরামর্শক হিসেবে যোগ দেন। ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব পালন শেষে এবার তার ঠিকানা বাংলাদেশ।