দেশের জন্য “জ্বলন্ত আগুন” এর উপর দিয়ে হাঁটলেন ফাস্ট বোলার তাসকিন আহমেদ

মাঠের পারফরম্যান্সে বিগত কয়েক মাস ধরে বেশ আলোচনায় রয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ফাস্ট বোলার তাসকিন আহমেদ। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক জনপ্রিয় তিনি। সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে প্রাথমিক স্কোয়াডে সুযোগ পেয়েছেন তিনি। দেশের জন্য তাই সর্বোচ্চ দিয়ে খেলতে চান তিনি। ক্রিকেট ময়দানে আত্মবিশ্বাস বাড়ানোর জন্য এবার আগুনের উপর হাঁটলেন তাসকিন আহমেদ।

আজ (মঙ্গলবার) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেছেন তাসকিন আহমেদ। যেখানে দেখা যাচ্ছে বল হাতে নিয়ে জ্বলন্ত আগুনে তৈরি রাস্তায় হাঁটছেন এই গতিতারকা, সেটাও আবার খালি পায়ে।

জাতীয় দলের এই পেসার তার পোস্টে জানিয়েছেন, এটি আসলে মনযোগ, আত্মবিশ্বাস বাড়ানোর একটি ‘মাইন্ড সেশন’। একজন বিশেষজ্ঞ ট্রেনারের অধীনে তিনি এই সেশন সম্পন্ন করছেন।





তাসকিন লিখেছেন, ‘আমি আমার দেশকে নিজের সেরাটা দিতে চাই। এটা ছিল খুবই শক্তিশালী মাইন্ড সেশন, যেটি আমার আত্মবিশ্বাস বাড়ানো এবং অবিশ্বাস্য পারফরম্যান্স আনার জন্য! তবে এখানেই শেষ নয়। মানসিকতার উন্নতির জন্য আমি পরের ধাপে যাওয়ার পথে আছি। আরও অনেক দূর যেতে হবে। দয়া করে আমার জন্য দোয়া করবেন। সবাইকে ভালোবাসা।’