ওয়েস্ট ইন্ডিজ সিরিজে বাংলাদেশ দলে প্রথমবারের মতো সুযোগ পেলেন যারা

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে এবং দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য বাংলাদেশের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। ২৪ সদস্যের ঘোষিত ওয়ানডে দলে প্রথমবারের মত ডাক পেয়েছেন পারভেজ হোসেন ইমন, শরীফুল ইসলাম ও নাসুম আহমেদ।





বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টের দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন এই ৩ তরুণ ক্রিকেটার। বিশেষ করে বর্তমান সময়ে দারুণ ফর্মে রয়েছে তরুণ ফাস্ট বোলার শরিফুল ইসলাম। ১০ ম্যাচে ১৬ উইকেট শিকার করে শীর্ষ উইকেটশিকারীদের তালিকায় ছিলেন তিনি।

চট্টগ্রামকে ফাইনালে তোলার বড় কারিগর ছিলেন এই বাঁহাতি পেসার। এছাড়াও বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্ট দ্রুততম সেঞ্চুরি করে রেকর্ড করেছিলেন পারভেজ হোসেন ইমন।

এই দু’জনের দলে জায়গা পাওয়া তাই অবাক করেনি কাউকেই। তবে অবাক করেছে স্পিনার নাসুম আহমেদের দলে ডাক পাওয়া। খুব বেশি আলোচনায় না থাকলেও, ওয়ানডের প্রাথমিক দলে জায়গা করে নিয়েছেন তিনি।
এদিকে টেস্ট দলে খুব একটা চমক রাখেননি নির্বাচকরা।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২৪ সদস্যের ওয়ানডে স্কোয়াড:
তামিম ইকবাল (অধিনায়ক), সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, সৌম্য সরকার,

ইয়াসির আলী চৌধুরী, নাঈম শেখ, তাসকিন আহমেদ, আল আমিন হোসেন, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাসুম আহমেদ, পারভেজ হোসেন ইমন, মেহেদি হাসান ও রুবেল হোসেন।





ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য ২০ সদস্যের টেস্ট দল:
মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন দাস, ইয়াসির আলী চৌধুরী, সাইফ হাসান, আবু জায়েদ রাহী, তাসকিন আহমেদ, সৈয়দ খালেদ আহমেদ, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নুরুল হাসান সোহান, সাদমান ইসলাম, নাঈম হাসান ও এবাদত হোসেন।