তবে কি মাশরাফি বিন মুর্তজার বিকল্প হতে যাচ্ছেন শরিফুল ইসলাম। শরিফুলকে দলে নেওয়ার কারণ জানালেন হাবিবুল বাশার

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে এবং দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে ওয়ানডে স্কোয়াড নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা। ওয়ানডে দল থেকে বাদ পড়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

তবে প্রথমবারের মতো বাংলাদেশে দলে জায়গা করে নিয়েছেন যুব বিশ্বকাপ জয়ী দলের ক্রিকেটার শরিফুল ইসলাম এবং পারভেজ হোসেন ইমন। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টের দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন এই দুই তরুণ ক্রিকেটার। বিশেষ করে বর্তমান সময়ে দারুণ ফর্মে রয়েছে তরুণ ফাস্ট বোলার শরিফুল ইসলাম।

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টের চট্টগ্রামের ১৬ উইকেট নিয়েছিলেন তিনি। এছাড়াও বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্ট দ্রুততম সেঞ্চুরি করে আলোড়ন সৃষ্টি করেছিলেন পারভেজ হোসেন ইমন। দল ঘোষণার পর সংবাদ সম্মেলনে নির্বাচক হাবিবুল বাশার ব্যাখ্যা করলেন এই দুজনকে দলে রাখার কারণ।

“ইমন আমার দেখা রোমাঞ্চকর প্রতিভা। ওকে আমরা সুযোগ দিচ্ছি যাতে আরও দ্রুত প্রস্তুত করা যায়। ভবিষ্যতে যেন ওকে আমরা কাজে লাগাতে পারি। আমরা যে দুটো প্রস্তুতি ম্যাচ খেলব ১৪ ও ১৬ জানুয়ারি (নিজেদের মধ্যে), সেখানেও আমাদের দল গঠন করতে হবে”

“এই ছেলেদের আমরা সুযোগ দিচ্ছি যাতে এদের সাথে খেলে ওরা নিজেদের প্রস্তুত করতে পারে। শরিফুল বেশ কবছর ধরে ভালো খেলছে। এমনকি শরিফুল কিন্তু আমাদের ‘এ’ দলেও খেলে এসেছে দুই বছর আগে। ও আমাদের পাইপলাইনে আছে অনেকদিন ধরে, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে থেকেই।”





প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন জানালেন, লাল ও সাদা বলে আলাদা দল গড়া, ক্রিকেটারদের পুল বড় করার ভাবনাও রাখা হয়েছে তরুণদের দলে নেওয়ার ক্ষেত্রে।

“এইচপিতে যে খেলোয়াড়রা আছে, ওদেরকে আমরা যে জায়গায় চিন্তা-ভাবনা করছিলাম লাল বল, সাদা বলে আলাদা ভাবে গড়ে তোলার জন্য, ঠিক ওভাবেই কিন্তু আমরা গড়ে তুলছি। কিছু খেলোয়াড় যথেষ্ট নজর কেড়েছে”

“আমার বিশ্বাস, এই পাইপলাইন থেকে আমরা ভালো কিছু খেলোয়াড় পাব। সামনে আয়ারল্যান্ড আসছে। আয়ারল্যান্ড ‘এ’ দল, এইচপি দলের খেলা হবে। আশা করি, তখন কিছু খেলোয়াড়কে লাল বল, সাদা বলে আলাদা ভাবে তৈরি করব।”

ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য বাংলাদেশের ওয়ানডে প্রাথমিক স্কোয়াড : তামিম ইকবাল, সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন দাস, মাহমুদুল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, ইয়াসির আলী, সৌম্য সরকার, নাঈম শেখ,





তাসকিন আহমেদ, মোঃ আল-আমিন হোসেন, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, মোহাম্মদ সাইফুদ্দিন, মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাসুম আহমেদ, পারভেজ হোসেন ইমন, মেহেদি হাসান, রুবেল হোসেন।