২০০১ সালের পর প্রথমবারের মতো মাশরাফি বিন মোর্তুজা বিহীন বাংলাদেশ ওয়ানডে দল ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

২০০১ সালে অভিষেক-এর পর থেকেই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অটোমেটিক চয়েজ বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ইনজুরি ছাড়া ২০০১ সালের পর থেকে বাংলাদেশ ওয়ানডে দল থেকে বাদ পড়েননি মাশরাফি।

গত বছর মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজে অধিনায়ক দায়িত্ব ছাড়েন মাশরাফি। এরপর থেকে গুঞ্জন উঠেছিল হয়তো আর বাংলাদেশে হলে দেখা যাবে না মাশরাফিকে। আর সেটি সত্য হলো আজ।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রাথমিক স্কোয়াডে নেই বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। আজ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ২৪ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

স্কোয়াডে রাখা হয়নি মাশরাফি বিন মুর্তজাকে। তবে দলে সুযোগ পেয়েছেন তরুণ ফাস্ট বোলার শরিফুল ইসলাম। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টই চট্টগ্রামের হয়ে দুর্দান্ত বোলিং করেছিলেন শরিফুল। এছাড়াও প্রাথমিক স্কোয়াডে সুযোগ পেয়েছেন পারভেজ হোসেন ইমন, নাসুম আহমেদ এবং শেখ মেহেদী হাসান।

ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য বাংলাদেশের ওয়ানডে প্রাথমিক স্কোয়াড : তামিম ইকবাল, সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন দাস, মাহমুদুল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, ইয়াসির আলী, সৌম্য সরকার, নাঈম শেখ,





তাসকিন আহমেদ, মোঃ আল-আমিন হোসেন, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, মোহাম্মদ সাইফুদ্দিন, মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাসুম আহমেদ, পারভেজ হোসেন ইমন, মেহেদি হাসান, রুবেল হোসেন।